Saturday , 16 November 2024 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

সাড়ম্বরে অনুষ্ঠিত হচ্ছে নদীয়ার নবদ্বীপে জগৎ বিখ্যাত রাস উৎসব,১৮ই নভেম্বর সমাপ্ত হবে এই উৎসব

প্রতিবেদক
Sankar Chakraboty,Admin
November 16, 2024 6:31 pm

news bazar24 : নদীয়ার শ্রী চৈতন্য দেবের জন্মভূমি নবদ্বীপ ধাম সে কারনে বিশ্বের দরবারে শুরু থেকেই সমাদৃত এই শহর। বছর ভর দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বহু বিদেশের ভক্ত ও পর্যটকেরা আসে নবদ্বীপে, রাজ্য সরকারের তরফেও এই শহরকে হেরিটেজ শহর হিসেবে ঘোষণা করেছে ও নবদ্বীপ পৌরসভা ও হেরিটেজ কমিটির উদ্যোগে বেশ কিছু কাজও সম্পন্ন হয়েছে।

এরই পাশাপাশি এই নবদ্বীপ শহরের অতি প্রাচীন উৎসব রাস উৎসব, যা মূলত লক্ষী পূর্ণিমার পরের পূর্ণীমা তিথিতে অনুষ্ঠিত হয়, আর এই রাস উৎসবের সূচনা হয় সামগ্রিক উৎসবকে ঘিরেও রয়েছে নানা ঐতিহাসিক কাহিনি ও ঐতিহ্য, এই রাস উৎসবে বৈষ্ণব, শাক্ত,শৈব্য সকল দেবদেবীর পুজো হয়ে থাকে।

এই রাস উৎসবের মূল কিছু ঐতিহ্য তথা বৈশিষ্ট্য হলো বৃহৎ উচ্চতার প্রতিমা যার মাপ হয় ১৫ থেকে ২২হাত পর্যন্ত আর পুজের পরের দিন শহরে এই বড় বড় প্রতিমাগুলো লোহার বলবিয়ারিং গাড়ি করেই শোভাযাত্রায় অংশ নেয়, এই বিভিন্ন দেবদেবীর পুজো সহ সামগ্রিক শোভাযাত্রা সবটাই দেখতে ও রাস উৎসবের আনন্দ উপভোগ করতে নবদ্বীপে সমাগম ঘটে কয়েক লক্ষ মানুষের।

নবদ্বীপ পৌরসভার পৌরপিতা বিমান কৃষ্ণ সাহা জানান এবছর রাস উৎসব শুরু হয়েছে ১৫ই নভেম্বর, ১৬ তারিখ হবে শোভাযাত্রা, ও ১৮ তারিখ কার্নিভালের মাধ্যমে সমাপ্ত হবে।

তিনি আরও জানান নবদ্বীপের এই বৈচিত্র্যময় রাস উৎসবকে বিশ্নব বাসীর কাছে আরও বেশি করে তুলে ধরতে নবদ্বীপ পৌরসভা সহ সকলে উদ্যোগী হয়েছে।

আর মূখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোলকাতার দূর্গাপুজোর কার্নিভালের সূচনার পর নবদ্বীপেও রাস কার্নিভালের সিদ্ধান্ত নেওয়া হয় ও তারপর থেকে এই কার্নিভলের সূচনা করা হয়, এবং এই কার্নিভালকে সকলেই সাদরে গ্রহনও করেছে, বিভিন্ন থিমের মাধ্যমে পুজো কমিটি গুলো তাদের শোভাযাত্রা লয় অংশ নেয়,।

তিনি বলেন রাস উৎসবে কয়েকশো পুজো অনুষ্ঠিত হয়, তার মধ্যে দুইশো চোদ্দটি প্রতিমা আরং বা শোভাযাত্রায় অংশ নেয়,।

এছাড়াও শনিবার সকালে বেশ কিছু প্রতিমা শোভাযাত্রা করে ও নিরঞ্জনও দেয়, উল্লেখ থাকে নবদ্বীপের রাস উৎসবের প্রথম প্রতিমা নিরঞ্জন,হয় পোড়ামাতলার বড়ঠাকরুন শ্যামা মাতার।

তিন দিনের নবদ্বীপের ঐতিহ্য বাহী রাস উৎসবের অন্যতম ঐতিহ্য বাহী পুজো, শহরের পোড়ামাতলার শ্রী শ্রী বড়ঠাকরুন শ্যমা মাতা পুজো, যার পরিচালনা করে নবদ্বীপের কাশারি সমাজ।

শুক্রবার পুজো সম্পন্ন হবারপর শনিবার সকাল আনুমানিক এগারোটায় ঠাক সহ বিভিন্ন আাদ্য যন্ত্র সহকারে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বেলা আনুমানিক পৌনে একটায় প্রাচীন মায়াপুর রামকৃষ্ণ মঠ সংগ্লগ্ন লেকে নিরঞ্জন হয়।

 

ঐতিহ্য বাহী এই প্রতিমা নিরঞ্জন দেখতে সাধারণ মানুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো, পাশাপাশি রাস উৎসবের এই পুজোতে পুরুষদের পাশাপাশি মহিলারাও থাকেন এদিন নিরঞ্জন ঘাটে চোখের জলে মাকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন তারাও।

এরই পাশাপাশি শহরের রানীমা বলে খ্যাত শ্রী শ্রী গৌরাঙ্গীনি মাতারও শোভাযাত্রা ও নিরঞ্জন সম্পন্ন হয়, আর এই গৌরাঙ্গীনি মাতার নিরঞ্জনেরর শোভাযাত্রায় অংশ নেয় হাজার হাজার সাধারণ মানুষ ও অনুরাগী পাশাপাশি রাস্তার দু ধারেও গৌরাঙ্গীনি মাকে বিদায় জানাতে সাধারণ মানুষের উপস্থিতিও ছিলো চোখে পড়ার মতো,কোন রকমের অপ্রতিকর ঘটনা এড়াতে শহর জুরে ছিলো বিশাল পুলিশি প্রহরা।

সব মিলিয়ে দূর্গাপুজোর পর নবদ্বীপের এবছরের রাস উৎসবে সামিল হতে শহরে এত সংখ্যক মানুষের সমাগম ঘটেছে তা আর খুব কম জায়গায় দেখা যায় বলেই মত ওয়াকিবহাল মহলের।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কৃষি ও ফুল বাগান

আপনার জন্য নির্বাচিত

জেলার রক্ত সংকট মেটাতে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরে র উদ্যোগে রক্তদান শিবির

অনলাইন ডেলিভারি সংস্থার অফিসে দু:সাহসিক চুরি

U.Dinajpur news পার্কের ভিতরে অসামাজিক ও অশ্লীল কাজকর্মের অভিযোগে পার্কে তালা ঝুলিয়ে দিলেন গ্রামবাসীরা

Nadia Newsbazar: শিশু সংগঠনগুলোর সমন্বয়ে মহা সম্মেলন

Malda news:একুশ শতকের ‘ডিজিটাল’ ভারতে পণপ্রথার বলি হতে যাচ্ছিলেন এক মূক ও বধির গৃহবধূ

বিনা প্রতিদ্বন্দীতায় দুই পুরসভা দখল করল তৃণমূল শাসক দল তৃণমূল কংগ্রেস।

गलगलिया रेलवे स्टेशन की पास रेलवे लाइन के बगल में अज्ञात एक व्यक्ति का शव बरामद

Big Snake:: জালে আটকে পড়ল বিশাল এক অজগর সাপ, এলাকায় ব্যাপক চাঞ্চল্য‌।।

দীর্ঘদিনের দাবি মেনে বিধায়কের উদ্যোগে পুরাতন মালদহের মুচিয়ায় মুক্তমঞ্চের আনুষ্ঠানিক উদ্বোধন হল

এলাকাবসীর চেখের জলে শেষ বিদায় নিলেন মণিপুরে শহিদ জওয়ান শ্যমল