news bazar24 : সব কিছুই এখন রেডিমেড। সাজপোশাক থেকে শুরু করে আনুষঙ্গিক জিনিসপত্র। রান্নার মশলা সব কিছুই রেডিমেড। আর এবার এই তালিকায় নতুন সংযোজন হলো পুজোর মণ্ডপ!
২৬ তারিখ সরস্বতী পুজোর আগে এমনই দৃশ্য দেখা যাচ্ছে মালদার রথবাড়ি এলাকায় । সেখানকার চাটাইবাজারে ছেয়ে গিয়েছে বাঁশের তৈরি রেডিমেড মণ্ডপ। বিভিন্ন পুজো কমিটি থেকে শুরু করে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা পুজো করার জন্য এই বাজার থেকে বাঁশের তৈরি এই রেডিমেড মণ্ডপ কিনতে শুরু করেছে।
রথ বাড়ি মোড়ের বাঁশের শিল্পীরা সরস্বতী পুজোর আগে বাঁশের তৈরি বিভিন্ন আকারের রেডিমেড মণ্ডপ তৈরি করে বিক্রি করছেন। এতে সুবিধে হচ্ছে ছোট ছোট পুজো উদ্যোক্তাদের।