news bazar24 : সামনেই বাদেই সরস্বতী পুজো। বাগদেবীর আরাধনায় মেতে উঠবে উৎসব প্রিয় বাঙালি। দুই থেকে কুড়ি, সকলেই এদিন ব্যস্ত হয়ে পড়বে অঞ্জলি দিতে।অনেক মেয়েদেরই এদিন হবে প্রথম শাড়ি পরা, আবার অনেকেই এদিন নিজের হাতে পুজোর বেদী সাজাবে হরেকে রকমের আলপনায় । আর আপনার এই শাড়ি পরা এবং আলপনা কে সম্মান জানাতে আমরা নিয়ে আসছি বিশেষ প্রতিযোগিতা ।
News Bazaar24 এর তরফ থেকে জেলার বালিকা বিদ্যালয় গুলির মধ্যে এক আলপনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।এই প্রতিযোগিতায় আপনাদের স্কুল / ছাত্র ছাত্রীদের অংশ গ্রহন করার জন্য অনুরোধ করা হচ্ছে।
–নিয়মাবলী–
ক) স্কুল আলপনা
এই বিভাগে অংশ গ্রহন করার জন্য আমাদের আবেদন পত্রটি পুরন করে,9434219594 / 7001625632 নম্বরে পাঠাতে হবে। ইংরেজ বাজার শহরের স্কুল গুলির মধ্যে একটি ও জেলার সব স্কুল গুলির মধ্যে প্রতিযোগিতা হবে ।
প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী স্কুল গুলিকে আলপনার ৪ টি করে ছবি পাঠাতে হবে।আমাদের বিচারক কোন কারনে যেতে না পারলেও অন লাইনে বিচার করবে।
খ) বাড়ির আলপনা
স্কুলের মেয়েরা একক ভাবে এই আলপনা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পারবে।এই ক্ষেত্রে নিজের বাড়িতে দেওয়া আলপনার ছবি আমাদের পাঠাতে হবে। আলপনা দেওয়ার সময় কম করে ৩০ সেকেন্ডের ভিডিও দিতে হবে।এবং আলপনা শেষে ৫ টি ছবি পাঠাতে হবে।
গ) শাড়ীতে আমি
৩ বছর থেকে ১০ ও ১১ বছর থেকে ২০ বছর বয়সের মেয়েরা শাড়ি পড়ে সেলফি বা ছবি তুলে আমাদের পাঠাতে হবে।এই ক্ষেত্রে একজন প্রতিযোগী বেশি পক্ষে ৫ টি করে ছবি পাঠাতে পারবে।
–এক নজরে–
ক– বিভাগের ক্ষেত্রে ২৫ জানুয়ারি বিকেল ৫ টার মধ্যে আবেদন পত্র পুরন করে পাঠাতে হবে। আলপনার ছবি পুজোর দিন সন্ধ্যা ৭ টার মধ্যে পাঠাতে হবে।
*যেহেতু আমাদের ডিজিটাল চ্যানেল সেই কারনে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যনেল কে সাবস্ক্রাই করতে হবে।
পরিবার বা বন্ধুদের নিয়ে এক জন প্রতিযোগীর ক্ষেত্রে কম করে ৫ টি করে সাবস্ক্রাইব ও লাইক করতেই হবে।
যার যত সাবস্ক্রাইব ও লাইক হবে তার ভোটীং তত বেশি হবে। বিচারকের নম্বরের সাথে সেই ভোটীং সংখ্যা যোগ হবে।
যে মোবাইল থেকে লাইক ও সাবস্ক্রাইব করা হবে সেই নম্বর গুলি ৫ টির বেশি হলে আবেদন পত্রের সাথে আলাদা ভাবে লিখে পাঠাতে হবে।
https://www.facebook.com/newsbazar24/
https://www.youtube.com/newsbazar24
আমরা বিজয়ী প্রতিযোগীদের সার্টিফিকেট ও ট্রফি বাড়ির এড্রেসে পাঁঠিয়ে দেবো। ও ছবি আমাদের প্রটাল এ পাবলিশ করবো। বিস্তারিত জানতে 9434219594 / 7001625632 নম্বরে কল বা Whatsapp করতে পারেন।
https://newsbazar24.com/application-form/