Share on whatsapp
Share on twitter
Share on facebook
Share on email
Share on telegram
Share on linkedin

সরস্বতী পুজোর আগেই মূর্তির পশরা মূর্তি বিক্রেতাদের, পাশাপাশি দেদারে বিকোচ্ছে জাতীয় পতাকাও

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin

Newsbazar24:২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস ও সেই দিনই এবছর সরস্বতী পুজো।প্রত্যেক বছর সরস্বতী পুজোতে আনন্দে মেতে ওঠে সকলে বিশেষ করে পড়ুয়াদের অনেক আবেগ জড়িয়ে থাকে সরস্বতী পুজোর সাথে,তবে বিগত দু-বছর করোনাকালীন পরিস্থিতির ফলে সমস্ত অনুষ্ঠান ও পূজা পার্বণের মত সরস্বতী পুজোর আনন্দতেও পড়েছিল ভাটা।তবে এবছর সমস্ত কিছু স্বাভাবিক থাকায় খুশির আমেজ রয়েছে পড়ুয়াদের থেকে শুরু করে মূর্তি বিক্রেতা সকলের মধ্যে।পুজোর আগে থেকেই মালদহ শহরের বিভিন্ন জায়গায় মূর্তির পশরা সাজিয়ে বসেছে মূর্তি বিক্রেতারা।এদিন মূর্তি বিক্রেতারা জানান,বিগত দু বছর করোনাকালিন পরিস্থিতির ফলে তেমন ভাবে লাভ করতে পারেননি তারা,তবে এবছর সমস্ত কিছু স্বাভাবিক থাকায় ও মনোরম আবহাওয়ার ফলে লাভের আশা দেখছেন বিক্রেতারা।পাশাপাশি এদিন প্রতিমা কিনতে ক্রেতাদেরও আনাগোনা লক্ষ করা যায়।প্রতিমা কিনতে আসা এক স্কুল শিক্ষিকা জানান,হাতে গোনা আর কয়েক ঘন্টা তাই স্কুলের সরস্বতী পুজোর জন্য প্রস্তুতি চলছে জোর কদমে ও এবছর সমস্ত কিছু স্বাভাবিক থাকায় সরস্বতী পুজো নিয়ে পড়ুয়ারাও অত্যন্ত খুশি।
অন্যদিকে,৭৪ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রজাতন্ত্র দিবস নিয়েও মালদহ জেলা জুড়ে রয়েছে উন্মাদনা।ফলে একইসাথে জাতীয় পতাকাও বিক্রি হচ্ছে।তবে,এবার যোগান কম বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।তবে প্রজাতন্ত্র দিবস নিয়েও একইভাবে উৎসাহ রয়েছে সকলের মধ্যে।

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin