Newsbazar 24:নতুন বছরের শুরুতেই সংগীত জগতে ইন্দ্র পতন। না ফেরার দেশে চলে গেলেন কিংবদন্তি রবীন্দ্র সংগীত শিল্পী সুমিত্রা সেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। পারিবারিক সূত্রে জানা গেছে শিল্পী ব্রঙ্কোনিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন। হাসপাতালেও ভরতি ছিলেন। সোমবারই শিল্পীকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানেই মঙ্গলবার ভোরে শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
রবীন্দ্রসংগীতকে নিজস্ব আঙ্গিকে পরিবেশন করে শ্রোতাদের মন জয় করে নিয়েছিলেন শিল্পী। তার পদাঙ্ক অনুসরণ করে সংগীত জগতেই প্রতিষ্ঠা লাভ করেন শিল্পীর দুই মেয়ে ইন্দ্রাণী সেন ও শ্রাবণী সেন। মায়ের মতোই রবীন্দ্রসংগীতের জগতে নিজস্বতা ছিল শ্রাবণী সেনের। ইন্দ্রাণী সেন রবীন্দ্রসংগীতের পাশাপাশি আধুনিক গানেও শ্রোতাদের মন জয় করেছেন।