Share on whatsapp
Share on twitter
Share on facebook
Share on email
Share on telegram
Share on linkedin

শুল্ক বৃদ্ধির জের, চলতি মাস থেকেই অ্যামাজনে বাড়ছে জিনিসপত্রের দাম

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin

Newsbazar24: অ্যামাজন থেকে নিয়মিত বাজার করেন ? তাহলে আপনার জন্য রয়েছে অত্যন্ত জরুরি একটি তথ্য ৷ আগামী দিনে অ্যামাজনে কেনাকাটা করতে দিতে হবে বেশি টাকা ৷ সম্প্রতি অ্যামাজন সেলার্স ফি ও কমিশন চার্জ বৃদ্ধি করে দিয়েছে ৷ এর জেরে দাম বাড়তে চলেছে জিনিসের। ইলেকট্রনিক্স, কমমেটিক্স-সহ একাধিক প্রোডাক্টের উপরে এই চার্জ বৃদ্ধি করা হবে ৷ ইটি-র একটি রিপোর্ট অনুযায়ী, বিশেষজ্ঞদের মতে শুল্ক বৃদ্ধির জেরে অ্যামাজনের প্রোডাক্টের দাম বেড়ে যাবে ৷ স্বাভাবিক ভাবেই এই অতিরিক্ত চার্জের বোঝা বিক্রেতারা গ্রাহকদের উপর চাপাবে ৷ ৩১ মে থেকে নতুন চার্জ লাগু করা হবে ৷ দেখে নিন কোন কোন ক্যাটাগরির প্রোডাক্টের দাম বৃদ্ধি করা হবে ৷ অ্যামাজন ইন্ডিয়া 31 মে থেকে পোশাক, কসমেটিকস দ্রব্য, মুদি ও ওষুধের উপর শুল্ক বাড়ানো হবে। এছাড়া, জিনিস রিটার্ন সংক্রান্ত প্ল্যাটফর্মের ফি-ও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে জানানো হয়েছে। এবার থেকে সেলার্স ফি ৫০০ টাকা বা তার কম মূল্যের প্রোডাক্টে ৫.৫ শতাংশ থেকে বাড়িয়ে ১২ শতাংশ করা হয়েছে ৷ অন্যদিকে, ৫০০ টাকার বেশি মূল্যের প্রোডাক্টে ১৫ শতাংশ করা হয়েছে সেলার্স ফি ৷ অ্যামাজন ওয়াল পেন্টস, টুলস, ইনভার্টার ও ব্যাটারির মতো বেশ কিছু জিনিসের ক্ষেত্রে আবার সেলার্স ফি কমও করা হয়েছে ৷

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin