Newsbazar 24: মালদা শহরের এক যুবককে মেরে হবিবপুরে ব্লকের বুলবুলচন্ডী এলাকার একটি ক্লাব ঘরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে প্রাক্তন প্রধান ও বর্তমানের তৃণমূলের অঞ্চল সভাপতির ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছিল গতকাল মালদহের হবিবপুরে ব্লকের বুলবুলচন্ডী এলাকায়। মৃত ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করে স্থানীয়রা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। শুক্রবার সকালে ময়না তদন্তের পর মৃতদেহটি নিয়ে মালদহ শহরের প্রাণকেন্দ্র পোস্ট অফিস মোড়ে বিক্ষোভ দেখাতে শুরু করে মৃতের পরিবার-পরিজনসহ এলাকার মহিলারা। অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে মৃতদেহ রাস্তায় রেখে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে তারা। এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। ঘটনাস্থলে উপস্থিত হয় ইংলিশ বাজার থানার বিশাল পুলিশ বাহিনী।
উল্লেখ্য বৃহস্পতিবার সকালে মালদার হবিবপুর থানার বুলবুল চন্ডী নতুন বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। মোবাইল এবং টাকা পয়সা সংক্রান্ত বিষয় নিয়ে গন্ডগোলের জেরে খুন করা হয় ওই যুবককে বলে অভিযোগ উঠেছিল। অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে বিক্ষোভও দেখিয়েছিলেন মৃতের পরিবারের সদস্যরা। জানা জানা গিয়েছিল মৃত ওই যুবকের নাম হৃদয় দাস। বাড়ি মালদার ইংলিশ বাজার থানার বালুচর এলাকায়। মৃতের পরিবারের অভিযোগ ছিল, এই ঘটনার পেছনে জড়িত বুলবুল চন্ডী তৃণমূল কংগ্রেসের সভাপতির ছেলে। আজ অর্থাৎ শুক্রবার ওই যুবকের দেহ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত করা হয়। এরপর মৃতদেহ নিয়ে মালদা শহরের ফোয়ারা মোড় এলাকায় হাজির হয় মৃতের পরিবারবর্গ। অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে রাস্তার উপর মৃতদেহ রেখে বিক্ষোভ দেখান তারা। যদিও পরে, ইংলিশ বাজার থানার বিশাল পুলিশ বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে গতকালই তারা হবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিল।