Friday , 14 February 2025 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

শর্তসাপেক্ষে মোহন ভাগবতের সভা করার অনুমতি দিল হাইকোর্ট

প্রতিবেদক
kartik pal
February 14, 2025 5:05 pm

Newsbazar24:পূর্ব বর্ধমানে আরএসএস প্রধান মোহন ভাগবতের সভায় শর্তসাপেক্ষে অনুমতি দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা । রবিবার ওই সভা হবে। সেদিন স্কুল খোলা থাকবে না। পরীক্ষাও নেই। এই বিষয়ে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ, কোনও পরীক্ষার্থীর যাতে সমস্যা না হয়, সেটা দেখার দায়িত্ব মামলাকারীর। বেশ কিছু শর্ত মেনে সভা করতে হবে আগামী ১৬ ফেব্রুয়ারি বর্ধমানের সাই কমপ্লেক্সের মাঠে ওই সভা হবে আদালতের শর্ত মেনেই।
শর্তের মধ্যে রয়েছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের বেধে দেওয়া শব্দ মাত্রার মধ্যেই সভা করতে হবে। বিচারপতি নির্দেশ, ১ ঘণ্টা ১৫ মিনিটের মধ্যে সভা শেষ করতে হবে হবে। কোনও পরীক্ষার্থীর যাতে অসুবিধা না হয় সেটা দেখতে হবে। শব্দ নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা নিতে হবে। মামলাকারীর আইনজীবী ধীরাজ ত্রিবেদী বলেন, এই বর্ধমানের ওই মাঠ ৫০ বিঘা জমি জুড়ে। ১–২ কিমির মধ্যে কোনও স্কুল–কলেজ নেই। তাই কোনও অনুমতির দরকার নেই। মোহন ভাগবত আসবেন। এসডিও’‌কে চিঠি দিয়ে জানানো হয়, লাউড স্পিকার ব্যবহার করা হবে। গতকাল আমাদের জানানো হয়েছে, কোনও সাউন্ড বক্স ব্যবহার করলে সভার অনুমতি বাতিল হবে। কিন্তু লিখিতভাবে তা দেওয়া হয়নি। কোনও সাইলেন্স জোন নেই সেখানে। আমরা পরে জানাই, কোনও লাউড স্পিকার ব্যবহার করব না।’বিচারপতির প্রশ্ন, ‘‌কতজন আসবেন ওই সভায়। যেখানে সভা হচ্ছে, সেটা কি মার্ক করা হয়েছে? ৫০০ মিটারের বাইরে স্কুল, কিসের অসুবিধা রাজ্যের পক্ষ থেকে অ্যাডভোকেট জেনারেল (এজি) কিশোর দত্তের সওয়াল, ‘ওই এলাকায় তিনটি স্কুল আছে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার শুরু থেকে পরীক্ষার শেষ দিন পর্যন্ত এলাকায় মাইক বাজানো নিষিদ্ধ করা হয়েছে। ২০২৪ সালের জুন মাসেই এই বিজ্ঞপ্তি জারি হয়। ১২ ফেব্রুয়ারি থেকে নিয়ম জারি করা হবে বলা হয়েছিল। জেনেশুনে আরএসএস এই কর্মসূচির আয়োজন করেছে।’‌ তবে বক্তব্য শুনে বিচারপতি জানান, ভাগবতের সভা নির্ধারিত দিনে নির্ধারিত সময়েই হবে।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কলকাতা

আপনার জন্য নির্বাচিত