Newsbazar24: বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ঢাকা-কলকাতা বন্ধন এক্সপ্রেস। রবিবার বিকালে উত্তর ২৪ পরগনার হাবরা স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় বন্ধন এক্সপ্রেসের একটি কামরা। শুধু তাই নয়, কামরার নীচে থেকে আগুনের ফুলকি ও ধোঁয়াও বের হতে দেখা যায়। ঘটনায় আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। যদিও চালকের তৎপরতায় শেষ পর্যন্ত বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, এদিন বিকালে ঢাকা থেকে বন্ধন এক্সপ্রেসটি কলকাতা স্টেশনের দিকে ফিরছিল। বিকাল ৫টা ৪০ মিনিট নাগাদ হাবরা স্টেশনের কাছে হালকা একটি ঝাঁকুনি হয়ে বেলাইন হয়ে যায় ট্রেনের একটি কামরা। ঘটনাটি বুঝতে পেরে চালক তড়িঘড়ি ট্রেনটি থামিয়ে দেন। তারপর ওই কামরার নীচে থেকে আগুনের ফুলকি ও ধোঁয়াও বের হতে দেখা যায়। মূলত ট্রেনের পিছনে দিকে ব্রেক বাইন্ডিংয়ের ফলেই এই ঘটনা ঘটে। খবর পেয়েই রেল আধিকারিক ও রেলকর্মীরা ঘটনাস্থলে যান এবং তড়িঘড়ি ব্রেক মেরামত করেন। এরপর ট্রেনটি নির্বিঘ্নেই কলকাতা স্টেশনে পৌঁছয়। ঘটনায় কেউ হতাহত না হলেও আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে।