news bazar24 : বাড়ি থেকে বের হতেই ভয় পাচ্ছে প্রতিটি মানুষ । বোরোলেই চোখ ও গলায় জ্বালাপোড়ার কষ্টের সমস্যা সহ শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দিচ্ছে । রাতারাতি পুরো শহর গ্যাস চেম্বারে পরিণত হয়েছে। জানা গেছে , কেরলের কোচি বর্জ্য প্ল্যান্ট বা বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্টে আগুনের কারণে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়েছে কোচি শহরে। এর জেরে এক প্রকার লকডাউনের মতো পরিস্থিতি তৈরি হয়েছে কোচিতে। খবরে প্রকাশ , বৃহস্পতিবার কোচির বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্টে আগুন লাগে। সারারাত চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। দ্বিতীয় দিনেও আগুন নেভানোর চেষ্টা চলছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার সর্বোচ্চ চেষ্টা করছেন। শহরের বাসিন্দাদের তাদের নিরাপত্তার জন্য যতটা সম্ভব ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার কোচির ব্রহ্মপুরম এলাকায় একটি বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্টে আগুন লাগে। দাহ্য পদার্থে পরিপূর্ণ হওয়ায় আগুন ভয়াবহ আকার ধারণ করে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। পোড়া প্লাস্টিক ও অন্যান্য বিষাক্ত পদার্থও বাতাসে উড়তে থাকে। এই বিষাক্ত গ্যাস যতই শহরের ভেতরে প্রবেশ করবে, সাধারণ মানুষ ততই অসুস্থ হয়ে পড়ছে।
কোচি শহরের বাসিন্দারা জানিয়েছেন, রাস্তায় বের হলেই তাদের চোখ ও গলা জ্বলছে। তারপরও অনেকের শ্বাসকষ্ট হচ্ছে। ইতিমধ্যে, বিষাক্ত গ্যাস শহর জুড়ে ছড়িয়ে পড়েছে এবং কেরালা সরকার বলেছে যে বাড়ির বাইরে যাওয়ার সময় প্রত্যেককে অবশ্যই N-95 মাস্ক ব্যবহার করতে হবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জগিং, মর্নিং ওয়াকও নিষিদ্ধ করা হয়েছে। অন্যদিকে চিকিৎসার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৪/৭ নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। কোচি ও এর্নাকুলামের স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এক কথায় লকডাউনের পরিস্থিতি তৈরি হয়েছে কোচি শহরে ।