news bazar24:
পুতিনের পাশে দাঁড়ালেন কিম জং উম। কিম জং উম হলেন উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান। তাঁদের একত্রে ছবিও সোশ্যাল মিডিয়া ধরা পড়েছে। রুশ প্রেসিডেন্ট পুতিনের ইউক্রেন এবং পশ্চিমী শক্তির বিরুদ্ধে লড়াইকে তিনি পবিত্র লড়াই বলে আখ্যা দিয়েছেন।
আমেরিকার হুঁশিয়ারিকে একপ্রকার উপেক্ষা করেই তিনি পৌঁছে গিয়েছিলেন রাশিয়ায়। সেখানে গিয়ে রুশ প্রেসিডেন্ট পুতিনের সাথে আলাপ আলোচনা করেন। রাশিয়ার এই সফর যথেষ্ট উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে মনে করছেন সকলেই। তিনি সেদিন এক অনুবাদকের মাধ্যমে পুতিনের ভূয়সী প্রশংসা করেন।
এমনকি নিজের দেশের সম্পর্ক বলেন তাঁরাও পশ্চিমে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করে চলেছেন। তবে এর আগে এমন কোন বিদেশ সফরে তাঁকে দেখা যায়নি। করোনা মহামারীর পরে বিদেশ সফর হিসেবে তিনি রাশিয়াকেই কেন বেছে নিলেন তা নিয়ে উঠছে নানান জল্পনা। তবে জানা যায় তিনি নিজের ব্যক্তিগত বুলেট প্রুফ টেনে চেপেই পৌঁছে যান পূর্ব রাশিয়ার খাসানে। তবে সকলেই রাশিয়া সফরের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন জাপান আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া।