Newsbazar24: টেক অফের মুখে আচমকা পাখির সঙ্গে বিমানের ধাক্কা। বৃহস্পতিবার সকালে কর্নাটকের ম্যাঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দরে এই দুর্ঘটনার জেরে বাতিল হল বিমান সংস্থা ইন্ডিগোর দুবাইগামী উড়ান।মেঙ্গালুরু থেকে দুবাইয়ের উদ্দেশ্যে বৃহস্পতিবার সকাল ৮:৩০ রওনা দেওয়ার কথা ছিল বিমানটির। কিন্তু বাতিল করতে হল বিমানের যাত্রা। কর্ণাটকের দক্ষিণ কানাড়া জেলার মেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এদিন ইন্ডিগো বিমানটি টেক অফের মুখেই রানওয়েতে এক পাখির সঙ্গে সংঘাতের মুখোমুখি হয়। সঙ্গে সঙ্গে বিমানচালক খবর দেন এয়ার ট্রাফিক কন্ট্রোলে। এরপরেই মেঙ্গালুরু থেকে দুবাইগামী ইন্ডিগো বিমানটির টেক অফ বাতিল করে দেওয়া হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রের খবর, পাইলট, তাঁর সহকারী এবং বিমানকর্মীরা ছাড়াও দুবাইগামী ওই উড়ানে ১৬০ জন যাত্রী ছিলেন।
পাখির সঙ্গে বিমানের ধাক্কার ফলে যাত্রা বাতিল হওয়ায় বিপাকে পড়েন ইন্ডিগোর সকল যাত্রীরা। ফলে যাত্রীদের কথা ভেবে বিমান সংস্থার তরফে দুবাইয়ের উদ্দেশ্যে অপর এক বিমানের ব্যবস্থা করা হয়। পাখির ধাক্কায় বিমানের কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, ইঞ্জিনিয়ারদের দিয়ে পরীক্ষা করানোর জন্যে পাঠানো হয়েছে।