news bazar24: রাজ্যের খাদ্য ও সরবরাহ প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামীর উপর হামলা! মুদির দোকানে কেনাকাটা করার সময় এই হামলা । জানা গেছে তুহিন মান্ডিকে বেধড়ক মারধর করা হয়েছে। পুরো ঘটনার জন্য বিজেপিকে দায়ী করা হচ্ছে। পুলিশ ইতিমধ্যেই ৫ জনকে গ্রেপ্তার করেছে। তবে বিজেপির দাবি, এই ঘটনার সাথে তাদের কোনও যোগসূত্র নেই। জানা গেছে, গত রাতে বাঁকুড়ার খাতড়া বাজারে ১৫-১৬ জন লাঠি দিয়ে তুহিন মান্ডির উপর হামলা চালায়। ফলে তুহিন বাবুর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। ঘটনার পর তাকে উদ্ধার করে খাতড়া মাহুকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়।
পুরো ঘটনার পর জ্যোৎস্না মান্ডি গত রাতে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন। তিনি লিখেছেন, ‘বিজেপি বেশ কয়েকদিন ধরে এলাকায় অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। শুক্রবার সন্ধ্যায়, যখন আমার স্বামী মুদির দোকানে জিনিষ কিনতে বাজারে যান, তখন বিজেপি কর্মীরা তাকে লাঠি দিয়ে আক্রমণ করে এবং বিনা কারণে মারধর করে। আমার স্বামী সরাসরি রাজনীতির সাথে জড়িত নন। তিনি কোনও সভা বা কমিটিতে যোগ দেন না। তার পরেও, তার উপর এই হামলার নিন্দা করার কোনও ভাষা নেই। আমি পুলিশ-প্রশাসন এবং দলের ঊর্ধ্বতন নেতৃত্বকে বিষয়টি জানিয়েছি। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’
ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ইতিমধ্যেই ৬ জনকে গ্রেপ্তার করেছে। আজ তাদের খাতড়া মহকুমা আদালতে হাজির করা হয়েছে। তবে, বিজেপি পুরো ঘটনাটি অস্বীকার করেছে।










