Newsbazar 24:একদিকে পাহাড়ের হাতছানি, চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গুমফা , ও বৌদ্ধ মঠ। পাশাপাশি দুর্দান্ত পরিবেশ ও কাঞ্চনজঙ্ঘাকে দেখার অনুভূতি। সবকিছুর মেলবন্ধনে সিকিমের কিতাম। নামচি থেকে কিছুটা দূরত্বেই অবস্থিত এই সুন্দর মনমুগ্ধকর স্থান। দক্ষিণ সিকিমে অবস্থিত কিতাম। এখানে আরেকটি আকর্ষণীয় বিষয়বস্তু আছে, রকমারি পাখির সমাহার। উল্লেখযোগ্য রকমারি প্রজাপতিও দেখতে পাওয়া যায়। রংবেরঙের পাখি ও প্রজাপতি দেখতে দেখতে পর্যটকদের হৃদয় ছুঁয়ে যায়। পাখি ও প্রজাপতি টানে দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ এই দৃষ্টিনন্দন স্থানে এসে থাকেন। পর্যটকদের কাছে এই বিষয়বস্তুকে আরো আকর্ষণীয় করে তুলতে এবারে পাখি উৎসবের আয়োজন করা হয়েছে, সহযোগিতা করছে জাপানের একটি সংস্থা। আরো উল্লেখযোগ্য একপাশের রয়েছে নদী আরেক পাশে নদ, নদ নদীর মেল বন্ধনে আরো আকর্ষণীয় । অক্টোবর মাস থেকে মাস দুয়েক কি তামে যাওয়ার সবথেকে ভালো সময়। কোলাহল থেকে মুক্ত, নিরালায় মনোমুগ্ধকর অনুভূতি পেতে হলে অবশ্যই যেতে হবে ।