Newsbazar24: মুষলধারে বৃষ্টি, বাতাস ও কাদামাটিতে বিপর্যয়ের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন অঙ্গরাজ্যে ক্যালিফোর্নিয়ায় দুর্যোগ ঘোষণা করেছেন । গত তিন সপ্তাহে মৃত্যু হয়েছে ১৯ জনের। সে দেশের
জাতীয় আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র (এনডব্লিউএস) জানিয়েছে, সাম্প্রতিক আবহওয়া ভারি বৃষ্টি, উল্লেখযোগ্য তুষার ও শক্তিশালী বাতাস নিয়ে আসবে বলে আগেই ঘোষণা করা হয়েছিল।
হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানিয়েছে প্রেসিডেন্ট বাইডেন ক্যালিফোর্নিয়ায় দুর্যোগ ঘোষণা করেছেন। শীতকালীন ঝড়, বন্যা ও ভূমিধসের শিকারদের সহায়তারও নির্দেশ দিয়েছেন তিনি।বিবৃতিতে বলা হয়েছে, সহায়তার মধ্যে অস্থায়ী আবাসন ও বাড়ি মেরামতের জন্য অনুদান, বীমাবিহীন সম্পত্তির ক্ষতি পূরণের জন্য ঋণ, ব্যক্তি ও ব্যবসার মালিকদের দুর্যোগের প্রভাব থেকে পুনরুদ্ধার ইত্যাদি।