Sunday , 20 October 2024 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

মুর্শিদাবাদে সুগার ফ্রি ধানের চাষ করে চমক দিলেন এক দিনমজুর যুবক

প্রতিবেদক
kartik pal
October 20, 2024 7:39 pm

Newsbazar24:অধিকাংশ বাঙালি ডায়াবেটিসে ভোগেন। ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের ভাত খাওয়াতে নানা বিধিনিষেধ আছে, বেশি ভাত খেলে সুগার বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সুগার বেড়ে যাওয়ার আশঙ্কায় অনেকেই ভাত খাওয়া কমিয়ে দিয়েছেন বা একেবারে ছেড়ে দিয়েছেন। তাদের জন্য সুগার ফ্রি ধান চাষ করে আশার আলো দেখিয়েছেন মুর্শিদাবাদের রানিতলা থানা এলাকার এক যুবক। এমনই ধান চাষ করে তাক লাগিয়েছেন প্রত্যন্ত গ্রামের যুবক, জানা যায় এই ধানের বীজ তিনি নিয়ে এসেছেন বর্ধমানের এক চাষীর কাছ থেকে, মাত্র এক কিলো ধানের বীজ পাঁচ কাঁঠা জমিতে লাগিয়েছেন। এই ধান দেখতে হাজার হাজার মানুষের ঢল নামছে, যদিও এই ধান ক্যাডবেরি ধান নামেও পরিচিত, এই ধানের চাষ হয়েছে, মুর্শিদাবাদ জেলার রানিতলা থানার প্রত্যন্ত এলাকার কোলানের মাটিতেই ধান চাষ করে চমক দিয়েছেন সেই যুবক। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান তবে গত বেশ কয়েক বছর আগে , আমি বর্ধমানে কাজে যাই, আর ওখানে কাজে গিয়ে আমার মালিকের বাড়িতে দেখেছিলাম, সেখান থেকেই ধানের বীজ নিয়ে এসে আমার জমিতে আমি লাগিয়েছি, তবে ধানের ফলন ভালই হয়েছে , তাই আমি চাইবো আরো যেন মানুষের মধ্যে, নতুন নতুন ফসল তুলে ধরতে পারি, তার জন্য সরকারের কাছে আমার আর্জি, সরকার যেন আমাকে কিছু কীটনাশক দিয়ে সহযোগিতা করে, এ বিষয়ে এক এলাকাবাসী বলেন, মুর্শিদাবাদ আমাদের ঐতিহাসিক জায়গা, আর এই জায়গাতেই নতুন ফসল ফলিয়ে তাক লাগিয়েছে গ্রাম এলাকার এক ভাই, আমরা অত্যন্ত খুশি, কারন আমরা কোনদিন এই ধান দেখিনি।
অবশ্য এর আগে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় এই ধানের পরীক্ষামূলক ভাব চাষ শুরু হয়েছে। এখানে কৃষকরাও সফলতা লাভ করেছেন

সর্বশেষ - মালদা