Newsbazar 24: চা শিল্পে বিনিয়োগ টানতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চার দিনের সফরে দার্জিলিং যাচ্ছেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। চারদিন তিনি সেখানে থাকবেন। সোমবার তিনি দার্জিলিং পৌঁছাবেন বলে জানা গিয়েছে। এই চার দিনের পাহাড় সফরের মধ্যে বুধবার পাহাড়ে শিল্পপতিদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠক হওয়ার কথা দার্জিলিংয়ের ভানু ভবনে।
এর আগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড়ে শিল্পপতিদের বিনিয়োগ করার জন্য আবেদন করেছিলেন। তার সেই আবেদনে সাড়া দিয়ে চা শিল্প থেকে শুরু করে একাধিক ক্ষেত্রেই বিনিয়োগে করার ইচ্ছা প্রকাশ করেছেন শিল্পপতিরা। তার জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার পাহাড়ে শিল্প বৈঠক করবেন।