শঙ্কর চক্রবর্তী, news bazar24ঃ সময়ের অপেক্ষা ! সিনেমার জগতে এবার আসতে চলেছে নতুন ছবি আমি রবীন্দ্রনাথ 2 । আর এই সিনেমাটির শুভ সূচনা হিসেবে এদিন পোস্টার লঞ্চ হয়ে গেল কলকাতার বিখ্যাত কফি হাউজের বৈচিত্র ভবনে । সুন্দর গল্প ও সংলাপের পারস্পরিক বন্ধনে ফুটে উঠেছে ‘’ আমি রবীন্দ্রনাথ 2’’ । ডক্টর অরুণ কুমার রাজের প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন পরিচালক বিশ্বজিৎ ঘোষ ও প্রসেনজিৎ ঘোষ ।