Newsbazar24: মে মাসের শেষ ১৫ দিন ৫ রাশির জাতকের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। ১৫ মে মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে প্রবেশ করেছে সূর্য। এই দিনেই মেষ রাশিতে বক্রী দশা থেকে মার্গী হয়েছে বুধ। এরপর আগামী ৩০ মে কর্কট রাশিতে প্রবেশ করবে শুক্র। তার আগে পর্যন্ত মিথুন রাশিতে অবস্থান করবে এই গ্রহ। গ্রহের এই স্থান বদলের প্রভাবে মে মাসের শেষ ১৫ দিনে ভাগ্য খুলে যাবে পাঁচ রাশির জাতকদের।
বৃষ রাশি- মে মাসের শেষ ১৫ দিনে মানসিক শান্তি থাকবে বৃষ রাশির জাতকদের। নতুন গাড়ি কিনতে পারেন। এই সময় পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। প্রয়োজনের সময় বন্ধুদের পাশে পাবেন। চাকরিতে উন্নতি হবে, অর্থ লাভের যোগ আছে।
সিংহ রাশি- সিংহ রাশির জাতকদের এই শেষ ১৫ দিনে চাকরির যোগ রয়েছে। এই সময়ের মধ্যে আয় বাড়বে এই রাশির জাতকদের। লেখালেখির কাজে যাঁরা যুক্ত, তাঁরা সাফল্য পাবেন। আয় বাড়লেও অকারণ খরচ এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। সমাজে আপনার সম্মান বাড়বে।
তুলা রাশি- মে মাসের এই শেষ ১৫ দিনের মধ্যে আত্মবিশ্বাস অনেকটাই বাড়বে তুলা রাশির জাতকদের। বুদ্ধির কাজে আপনার সাফল্য বাড়বে। এই সময় নতুন জামাকাপড় ও মেকআপ সামগ্রী কিনবেন আপনি। পরিবারের সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাবেন।
বৃশ্চিক রাশি- এই ১৫ দিনের মধ্যে আয় বাড়ার সম্ভাবনা রয়েছে বৃশ্চিক রাশির জাতকদের। নতুন বাড়ি বা গাড়ি কিনতে পারেন। পোশাক ও ঘর সাজানোর সামগ্রীও কিনতে পারেন।
ধনু রাশি- চাকরিতে কোনও উচ্চস্থান লাভ করতে পারেন ধনু রাশির জাতকরা। এই সময় আপনার আয় বৃদ্ধি পাওয়ার জোরালো সম্ভাবনা আছে। মে মাসের এই শেষ ১৫ দিনের মধ্যে সমাজের উচ্চস্থানের মানুষদের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হতে পারে আপনার। নিজের বাসস্থানও বদল করতে পারেন।