Share on whatsapp
Share on twitter
Share on facebook
Share on email
Share on telegram
Share on linkedin

মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবির ঘটনায় প্রায় ৫০ জনের মৃত্যু,উদ্ধারে কোস্ট গার্ডের কর্মীরা

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin

news bazar24:   মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবির ঘটনায় কম পক্ষে ৫০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।জানা গেছে অবৈধভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার পথে কক্সবাজারের টেকনাফের বঙ্গোপসাগরে এই ট্রলারডুবির ঘটনা ঘটেছে।

ঘটনার পরই কোস্ট গার্ডের সদস্যরা চারজন বাংলাদেশি ও ৩০ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করেছেন । সুত্রে জানা গেছে ট্রলারটিতে ৮৫ জন যাত্রী ছিল। উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে দুই মহিলা  ও ২৮ পুরুষ রয়েছেন বলে জানা গেছে।

কোস্টগার্ডের টেকনাফের বাহারছড়া আউটপোস্ট স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মো. দেলোয়ার হোসেন জানান, বাহারছড়া ইউনিয়নের হরমুনিয়াপাড়ায় সাগর থেকে সাঁতরে কিছু রোহিঙ্গাকে উপকূলে আসতে দেখে কোস্টগার্ডকে খবর দেন। পরে কোস্টগার্ড সদস্যরা ওই রোহিঙ্গাদের উদ্ধার করেন।

কোস্টগার্ডের ওই কর্মকর্তা আরও বলেন, উদ্ধার হওয়া রোহিঙ্গাদের কাছ থেকে যা জানা গেছে  মালয়েশিয়া যাওয়ার পথে গভীর সাগরে রোহিঙ্গাদের বহনকারী ট্রলারটি ডুবে যায়। ফলে  রোহিঙ্গারা সাগরে ভাসতে থাকেন। এ সময় মাছ ধরতে যাওয়া ট্রলার ও নৌকার জেলেদের সহায়তা চেয়েও তাঁরা পাননি। কিন্তু  জেলেদের ছুড়ে দেওয়া বয়া ও জলের জারে সাঁতরিয়ে রোহিঙ্গারা কূলে উঠে আসেন।তবে  এখনও অনেকে সাগরে ভাসছেন।

 

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin