Newsbazar24:মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা পরিষেবা উন্নত করার লক্ষ্যে পড়াশোনার পাশাপাশি হাসপাতালে আসা রোগীদের চিকিৎসা পরিষেবা দেবেন স্নাতকোত্তর পড়ুয়ারা।
মালদহ মেডিকেল কলেজে আরও চারিটি বিভাগে শুরু হতে চলেছে মেডিক্যাল ডিগ্রির স্নাতকোত্তর কোর্স।
এতদিন তিনটি বিষয়ে স্নাতকোত্তর কোর্স ছিল। পেডিয়াট্রিক, গাইনোকোলজি ও মাইক্রোবায়োলজি- এই তিনটি বিভাগে এমডি পড়ানো হত। তবে এবার নতুন করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে জেনারেল মেডিসিন, জেনারেল সার্জারি, চক্ষু এবং বায়োকেমিস্ট্রি বিভাগে স্নাতকোত্তর কোর্স চালু হচ্ছে।
নতুন এই চারটি বিভাগে চারজন করে মোট ১৬ জন মেডিক্যাল পড়ুয়া এমডি করার সুযোগ পাবেন। পড়াশোনার পাশাপাশি মেডিক্যাল কলেজের এমবিবিএস পড়ুয়াদের ক্লাস নেবেন তাঁরা। এমনকি হাসপাতালে আসা রোগীদের চিকিৎসা পরিষেবাও দেবেন স্নাতকোত্তর পড়ুয়ারা। এর ফলে চিকিৎসা পরিষেবা আরও উন্নত হবে বলে জানান মালদহ মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল পার্থ প্রতিম মুখোপাধ্যায়।
মেডিসিন বিভাগের প্রধান বাপি লাল বালা জানান, “নতুন চারটি বিষয়ে স্নাতকোত্তর কোর্স চালু হওয়ায় মেডিক্যালের শিক্ষাব্যবস্থার উন্নতি হবে। পাশাপাশি চিকিৎসা পরিষেবা দিতেও মেডিক্যাল কর্তৃপক্ষের সুবিধা হবে। কারণ এমডি পড়ুয়ারা একদিকে যেমন এমবিবিএস পড়ুয়াদের ক্লাস নিতে পারবেন, সেই সঙ্গে রোগীদের চিকিৎসা পরিষেবাও দেবেন।
পড়াশোনার পাশাপাশি চারটি বিভাগে মোট ১৬ জন চিকিৎসক পড়ুয়ারা নিয়মিত মেডিক্যাল কলেজ হাসপাতালে থাকবেন। ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকেই নতুন এই স্নাতকোত্তর বিষয়গুলির পঠনপাঠন চালু হবে। সর্বভারতীয় স্তরে আবেদন প্রক্রিয়া চালু হলেই মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নতুন এই চারটি বিভাগের জন্য এমডি ও এমএস কোর্সে আবেদন করতে পারবেন পড়ুয়ারা।










