newsbazar24 : গত কাল ১১ ডিসেম্বর বিয়ের অনুষ্ঠানের শেষ দিন পার হতেই সস্তা হয়ে গেলো কাঁচা সবজির দাম।আজ মালদার রথবাড়ীর খুচরা বাজারে লোকাল সবজি বিক্রি হয়েছে জলের চেয়েও কম দামে। আশাপুর, আট মাইলের বেগুন যেখানে মাষ খানেক আগেও ছিলো ৪০ থেকে ৬০ টাকা সেই বেগুন আজ ছিলো ৮ থেকে ১০ টাকা কিলো। এছারাও আলু, ফুলকপি, বাঁধা কপি ১০ থেকে ১৫ টাকা, গাজর ১৫ টাকা, মুলো ৫ টাকা, ছিম ১৫-২০ টাকা করেই সারা দিন বিক্রি হয়েছে বলে খবর।
এদিকে এই সস্তা বাজারে ক্রেতারা খুশি হলেও মোটেই খুশি নয় বিক্রেতারা, তাঁদের অভিমত কম সবজি বিক্রি করে আগে যে পয়সা উপার্জন হত, সেই টাকাই উঠাতে দুই তিন গুন সময় দিতে হচ্ছে। তবে চাষি বা বিক্রেতার লাভ লোকসান হোক না কেন ,শিটের মরসুমে নানান রঙের সবজী সস্তায় পেয়ে বেজায় খুশি ক্রেতারা। ক্যমারায় অভিষেক দত্তর সাথে শঙ্কর চক্রবর্তীর বিশেষ প্রতিবেদন ।