Share on whatsapp
Share on twitter
Share on facebook
Share on email
Share on telegram
Share on linkedin

মালদার মদন মোহন সিল্ক খাদি সমিতিতে অবাক করা ছাড় ,জানুন বিস্তারিত

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin

Advt: আর মাত্র কয়েকদিন পর  থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। মালদা শহরে শেষ সময়ে জমে উঠেছে পূজার বাজার। কেনাকাটার জন্য পোষাক ও কসমেটিক্সের দোকানে ভিড় করছেন ক্রেতারা।কেনাকাটার জন্য ভিড় উপচে পড়েছে মালদার মদন মোহন সিল্ক খাদি সমিতির নিজস্ব এসি শো রুমে।  এমনিতে বিকাল থেকে  ভিড় জমে থাকে এই দোকানে তবে  পূজার বাজার হওয়ায় দিন থেকে রাত পর্যন্ত ক্রেতা সমাগম থাকছে এই বাজারে।

মদন মোহন সিল্ক খাদি সমিতির মালিক বামা চরণ প্রামানিক জানান, এবারের পূজার বাজারে মেয়েদের থ্রী-পিস, কামিজ- সেলোয়ার, বিভিন্ন ধরণের খাদি ও শিল্কের শাড়ি,সাধারণ  সিল্ক শাড়ি। ছেলেদের ফতোয়া, পাঞ্জাবি-পায়জামা, ফুল-শার্ট, নানা রঙ ও ডিজাইনের পোশাকের সমাহার রয়েছে আমাদের শপিং মলে। এছাড়াও বালুচুরি, স্বর্ণচুরি, গরদ, তসর, পিওর সিল্ক, সিক্ক, তাতের শাড়ি,পাঞ্জাবি, লেডিস কুর্তি, জেন্টস কুর্তা এবং চুড়িদার সহ অন্যান্য ড্রেস।তাছাড়াও শীতকালের বন্ত্র যেমন __ জ্যাকেট, তসর লেডিস চাদর,উলেন চাদর, লেডিস বাটিক চাদর, মটকা জ্যাকেট, উলেন টুপি ও মাফলার ও মেয়েদের সিক্কের স্থার্ধ প্রভৃতি পাওয়া যায়।

 আছে ডিজিটাল পেমেন্টের সুবিধা।  অবাক করা ছাড় জানতে ফোন করুন-৯৪৩৪০-৫৪৬০৩/৯০৬৪৬-৪৭৭৯৩/৯৫৬৪৬-৯০০০৪/৮২৫০-০২১৪৫৬ নম্বরে

ঠিকানা ঃ      মদন মোহন সিল্ক খাদি সমিতি

                     বি জি রোড, অভিরামপুর কালী মন্দিরের ঠিক পাশে

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin