Sunday , 14 May 2023 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

মালদহ মুর্শিদাবাদের গঙ্গা ভাঙনের স্থায়ী সমাধানে গঙ্গা ভাঙ্গন প্রতিরোধ অ্যাকশন নাগরিক কমিটির সেমিনার

প্রতিবেদক
kartik pal
May 14, 2023 6:32 pm

Newsbazar 24: গঙ্গা ভাঙ্গন প্রতিরোধ অ্যাকশন নাগরিক কমিটির ও জন জন আন্দোলনের উদ্যোগে গঙ্গা ভাঙ্গনের স্থায়ী সমাধান ফারাক্কা ব্যারেজ, চরের সমস্যা, মৎস্যজীবী ও মানুষের বিপন্নতার সমাধানের পথ অন্বেষণে আয়োজন করা হলো এক সেমিনারের। মালদার মানিকচক, কালিয়াচক, বৈষ্ণবনগরের ভাঙ্গন কবলিত এলাকার মানুষরা মিছিল করে এই মর্মে মালদা টাউন হলে এসে জমায়েত হন।
এরপর অনুষ্ঠিত হয় সেমিনার। উপস্থিত ছিলেন ফারাক্কা ব্যারেজের জে এম আরডিএক্স পান্ডে, গঙ্গা ভাঙ্গন প্রতিরোধ একশন নাগরিক কমিটির মোশারেকুল আনোয়ার, মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা এছাড়াও উপস্থিত ছিলেন এপিডিআরের জেলা সম্পাদক প্রদীপ বাগচী ও জন্ আন্দোলনের নেতা বিপ্লব ভট্টাচার্য।
প্রসঙ্গত মালদা মুর্শিদাবাদ জেলার এক ব্যাপক অংশের মানুষ প্রায় প্রতিবছর গঙ্গা ভাঙ্গনের কারণে সর্বস্বান্ত হচ্ছেন এটি একটি রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। ভাঙ্গনের কবলে বহু মানুষ সব হারিয়ে শুধু প্রানটুকু হাতে নিয়ে আবার নতুন করে বেঁচে থাকার লড়াইয়ে শামিল হন। বেঁচে থাকার সহায় সম্বল গঙ্গার অতল গহবরে হারিয়ে যায়। কিছু রেশন ও সাময়িক কিছু সাহায্য মিললেও পুনর্বাসন ও যথোপযুক্ত ক্ষতিপূরণ অধরাই থেকে যায় বলে অভিযোগ অ্যাকশন কমিটির। এই মুহূর্তে মানিকচকের ভূতনি নারায়ণপুর গোপালপুর কালিয়াচক তিন নম্বর ব্লকের বিননগর পাওয়ার দানাপুর প্রভৃতি অঞ্চলে ভাঙ্গন হয়ে চলছে। প্রশাসন এক প্রকার নির্বিকার। ভূতনি অঞ্চলের ভাঙ্গনের ফলে গঙ্গা ও ফুলার নদীর দূরত্ব কমতে কমতে প্রায় এক কিলোমিটারে কমে এসে দাঁড়িয়েছে। এর ফলে আগামী দিনের মথুরাপুর মানিকচক শুধু নয় মালদা শহর সহ পুরো জেলার জন্য এক সর্বনাশের ইঙ্গিত বহনকারী এই ভাঙ্গন বলে অভিযোগ।
ষাটের দশকে ফারাক্কা ব্যারেজ হওয়ার কারণে গঙ্গার উজান এবং ভাটি উভয়দিকেই ভাঙ্গন দেখা গেছে। দুধারে ব্যারেজের দুই ধারে প্রায় ১৫০ কিলোমিটার এলাকা জুড়ে মানুষ সর্বশ্রান্ত হয়েছে বাড়ি জমি বাগান দোকান স্কুল স্বাস্থ্য কেন্দ্র সব গঙ্গার গর্ভে চলে গিয়েছে। ভাঙ্গন রোধে তৈরি এমব্যাংকমেন্ট ও স্পার বাঁধ সম্পূর্ণ জলে গেছে। মুখ্যমন্ত্রী নিজেই মালদহে এসে স্বীকার করেছেন ১০০০ কোটি টাকা জলে গেছে। তারপরেও কেন অপরিকল্পিতভাবে বছরে ১০০ কোটি টাকা করে ১০ বছরের জন্য আরও ১০০০ কোটি টাকা বরাদ্দ কেন প্রশ্ন তুলেছেন আলোচকরা। কাভারেজ ফারাক্কা ব্যারেজ রাজ্যের সেচ পুত্র দপ্তর ভাঙ্গন রোদে তাদের নিজ নিজ মত কাজ করে চলেছেন। এদের মধ্যে সমন্বয়ের অভাব সর্বসমক্ষে পরিলক্ষিত। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে রাজ্যের কোষাগার থেকে বরাদ্দ অর্থ যদি জলেই যায় তাহলে সেই কাজ করে লাভটা কার হলো? ফারাক্কা ব্যারে জ ব্যারেজ প্রকল্পের ম্যানেজার জেনারেল ম্যানেজার স্বীকার করেছেন এ ধরনের কাজ করে ভাঙ্গন রোধ করা অসম্ভব। ভাঙ্গন এলাকায় ঘুরলেই জানা যায় বা শোনা যায় ভাঙ্গন রোধের নামে ব্যাপক দুর্নীতি।
তারা অবশ্য স্বীকার করেছেন শামসেরগঞ্জে গিয়ে মুখ্যমন্ত্রী বন্যাকবলিত দুর্গতদের হাতে জমির পাট্টা তুলে দেওয়া খুব ভালো দিক। কিন্তু একই সাথে মালদা জেলার বৈষ্ণবনগর থানার বন্যা পীরিত মানুষদের পাট্টা দেওয়ার ক্ষেত্রে প্রশাসনিক অব্যবস্থা প্রশ্ন জাগাচ্ছে। বৈষ্ণবনগর থানার অন্তর্গত বিরনগরের কয়েকটি গ্রামের বেশ কিছু পরিবার সর্বস্ব হারিয়ে আশ্রয় নিয়েছিল স্কুলে। পরবর্তীকালে এই স্কুল খুলে গেলে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। খোলা আকাশের নিচে বেশ কিছুদিন বাস করার পর তাদের মধ্যে ২০০ টি পরিবারকে এক কাটা করে জমি দেওয়া হয়। বছর পেরিয়ে গেলেও সেই জমির পাট্টা টুকু তো দেওয়া হয়নি ক্ষতিপূরণ তো দূরের কথা সরকার তথা প্রশাসনের এহেনও দ্বিচারিতার কথা তারা তুলে ধরেছেন। তাই ভাঙ্গন রোধে এই সেমিনার থেকে ভাঙ্গনগ্রস্ত মানুষের সমস্যার সমাধানে প্রশাসন ও সরকারের কাছে ১৩ দফা দাবি পেশ করেন।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কলকাতা

আপনার জন্য নির্বাচিত

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ ও এনআইএর যৌথ অভিযানে গ্রেফতার কুখ্যাত অপরাধী।।

ট্রাক্টর উল্টে নিহত এক নাবালক ছাত্র, গুরুতর আহত চার‌ ,কোথায় জানতে পড়ুন।

World news:ব্রাজিলের দুই স্কুলে বন্দুকবাজের হামলা, মৃত এক শিশুসহ তিন

Siliguri News:এটিএমে ডাকাতির ছক বানচাল করল পুলিশ

মুসলিমদের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত করবে বিজেপি ! ক্ষমতায় আসলে মুসলিমদের ভালো হবে ঃ দিলিপ ঘোষ

এক গৃহবধূকে গলা কেটে খুন করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে,

দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল শহরে। ঘটনা স্থলে জলপাইগুড়ি থানার পুলিশ

আউশগ্রামে  এক মহিলার  শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার

বাঘাযতীনে ভেঙে পড়লো ফ্ল্যাট

‘বিরক্ত’ রাঘব, পরিণীতিও এড়িয়ে গেলেন আলোকচিত্রীদের