Newsbazar24:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হিন্দুত্ববাদী হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিরো্ধী দলসহ একশ্রেণীর মানুষ। কিন্তু, বুধবার প্রধানমন্ত্রীকে প্রশংসায় ভরিয়ে দিলেন একাধিক মুসলিম সংগঠনের নেতাদের।
বুধবার এনআইডি ফাউন্ডেশনের উদ্যোগে অল ইন্ডিয়া মাইনরিটি কনক্লেভের আয়োজন করা হয়েছিল। সেখানে আলোচনার বিষয়বস্তু ছিল, অমৃতকালে সংখ্যালঘুদের ভূমিকা এই বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে নরেন্দ্র মোদির সরকার সংখ্যালঘুদের কল্যাণের জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে বলে তাঁর ভূয়সী প্রশংসা করেন মুসলিম সংগঠনের নেতারা।
এপ্রসঙ্গে ভারতের আহমেদিয়া মুসলিম ইউথ অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, “ইসলাম কখনই তিন তালাকের অভ্যাসকে গ্রহণ করেনি। তাই এই বিষয়ে প্রধানমন্ত্রী মোদির সরকার যে পদক্ষেপ নিয়েছে তা ভালো। এটা মহিলাদের শক্তিশালী করার জন্য খুবই ভালো একটি পদক্ষেপ। আমরা এই উদ্যোগকে শ্রদ্ধা জানাই।”
আহমেদিয়া মুসলিম কমিউনিটি সংগঠনের এক্সটার্নাল অ্যাফেয়ার্সের ডিরেক্টর আশান ঘোউরি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশ ও এখানে থাকা সংখ্যালঘুদের জন্য অনেক পদক্ষেপ নিয়েছেন যা সত্যি প্রশংসনীয়। ভালো জিনিসের সবসময় প্রশংসা করতে হয় আর আমরা তাদের সমর্থন করছি।”