news bazar24: বিদ্যা ও সঙ্গীতের আরাধ্যা দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে আগামী ২৬শে জানুযারি ধুমধাম করে সরস্বতী পুজো পালিত হয়।করোনার আতঙ্কে ভুলে সকল পড়ুয়া সরস্বতী পুজোর আনন্দে মেতে উঠল।শাস্ত্রীয় বিধান অনুসারে,মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পুজোর আয়োজন করা হয়।সরস্বতী পুজোর দিনকে শ্রীপঞ্চমী,মাঘ পঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত।নারীশক্তির বন্দনাই হল মূল লক্ষ্য।কলেজের ছাত্রীরাই পুরোহিতের দায়িত্ব সামলাচ্ছে।আজকের দিনে মেয়েরা ছেলেদের থেকে কোনও অংশেই পিছিয়ে নেই।তাই এক্ষেত্রেই বা কেন পিছিয়ে থাকবে?অনেক ভাবনাচিন্তা করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।প্রথা ভেঙ্গে এবার মহিলা পুরোহিত পূজো করলো শিলিগুড়ির নেতাজী উচ্চ বালিকা বিদ্যালয়ে।