Wednesday , 30 October 2024 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

মশাল জ্বালিয়ে ডাকাতদের মত আজও হয়ে আসছে ডাকাত কালীর পুজো

প্রতিবেদক
kartik pal
October 30, 2024 1:41 am

Newsbazar24:মালদহ জেলার হবিবপুর ব্লকের মানিকোড়ায় আজও প্রাচীন রীতি মেনে এখনও মশাল জ্বালিয়ে কালীপুজো হয়। এক সময় ডাকাতদের হাতে শুরু হয়েছিল এই পুজোর, তাই ডাকাতকালী নামে খ্যাত এই কালীপুজো। তারা ঠিক যেভাবে পুজো করত সেই ঐতিহ্য আজও বজায় আছে মালদহের হবিবপুরের সেই পূজায়।
কথিত আছে রাতের অন্ধকারে পুনর্ভবা নদী পেরিয়ে একদল ডাকাত জঙ্গলে ঘেরা মানিকোড়ায় এই জাগ্রত কালীর কাছে পুজো দিতে আসত। সূর্য ওঠার আগেই পুজো দিয়ে আবার নিজেদের ডেরায় ফিরে যেত তারা। প্রায় ৩০০ বছর আগেকার ঘটনা। এলাকার পুরনো মানুষজনের মুখে মুখে এখনও শোনা যায় মায়ের কাছে ডাকাতদের পুজো দিতে আসার নানান কাহিনি। এই দেবী জাগ্রত বলে দাবি স্থানীয়দের।
সময়ের সঙ্গে সঙ্গে পুজো উদ্যোক্তাদের পরিবর্তন ঘটেছে। ব্রিটিশ আমলে স্থানীয় এক জমিদার জঙ্গলে ঘেরা এই পরিত্যক্ত পুজোর বেদি খুঁজে পান। এরপর থেকে বংশপরম্পরায় জমিদারদের উদ্যোগে এই পুজো হত। আগে পাঁঠা বলির সময় শেকল দিয়ে বাঁধা থাকত দেবীমূর্তি। তবে এখন আর শেকল বাঁধা হয় না।
তারপর একসময় জমিদারি প্রথা উঠে গেল। জমিদারি প্রথা উঠে যাওয়ার পরে গ্রামবাসীদের উদ্যোগেই মালদার হবিবপুর থানার জাজইল গ্রাম পঞ্চায়েতের মানিকোড়া এলাকার এই কালীপুজো হয়ে আসছে।
শোনা যায়, পুজোর গভীর রাতে চক্ষুদানের পুজো ও সেই পুজোর পাঁঠাবলির সময়ে মা কালীর মূর্তি কেঁপে ওঠে ও মা সামনের দিকে ঝুঁকে পড়েন। যাতে মূর্তিটি না নড়ে যায় ,তাই আগে দেবী মূর্তিটিকে লোহার শিকলে বেঁধে রাখার চল ছিল। এখন চক্ষুদান ও পাঁঠাবলির সময় দেবীর মুখ কাপড় দিয়ে ঢেকে রাখা হয়।
পুজোকে ঘিরে এখানে সাতদিন ব্যাপী মেলা চলে, বসে গানের আসর মানিকোড়া গ্রামের এই কালী পুজোকে ঘিরে রয়েছে নানান গল্প। স্থানীয়দের মুখে শোনা যায় সেইসব কাহিনী।
এলাকার এক প্রবীণ ব্যক্তির কাছ থেকে জানা যায়,
একবার এক শাঁখারি ঐ এলাকায় শাঁখা বিক্রি করতে যাচ্ছিল। সেই সময় এক যুবতী তার কাছ থেকে শাঁখা নিয়ে হাতে পড়ে। তখন শাঁখারি তার কাছ থেকে শাঁখার দাম চাইলে যুবতী বলে তার বাবা দাম মিটিয়ে দেবে। মন্দিরের সেবায়েত তার বাবা।শাঁখারি কালীমন্দিরে গিয়ে সেবায়েতের কাছে শাঁখার দাম চাইতেই অবাক হয়ে যান ওই সেবায়েত। তিনি বলেন, তাঁর তো কোনও মেয়ে নেই! কে তবে শাঁখা পরেছে? হঠাৎ তাঁর নজর যায় পাশের পুকুরের দিকে। তিনি দেখতে পান, জলের উপরে একটি মেয়ে দুহাত উঁচু করে রয়েছে। দুটি হাতে রয়েছে একজোড়া নতুন শাখা। মুহূর্তে সেবায়েত বুঝে যান, ওই মেয়ে আর কেউ নন, স্বয়ং মা কালী। মুহূর্তের মধ্যেই শাঁখার দাম মিটিয়ে দেন তিনি।
প্রতিবছর এই কালীপুজোয় দুই থেকে তিন হাজার ছাগ বলি হয়ে থাকে। শুধুমাত্র মালদহ জেলা নয় বর্তমানে রাজ্য ও রাজ্যের বাইরে থেকে বহু ভক্তের সমাগম ঘটে এই কালীপুজোয়। বর্তমানে কালীপুজোকে ঘিরে এক বিশাল মেলার আয়োজন করে থাকেন গ্রামের বাসিন্দারা। দূর দূরান্ত থেকে বহু মানুষ এই কালীপুজো ও মেলা দেখতে আসেন। সাত দিন ব্যাপি চলে কালীপুজোর মেলা। জাগ্রত এই মায়ের পুজো শুধুমাত্র কালি পুজোয় নয় সারা বছর মঙ্গল ও শনিবার হয়ে থাকে। ভক্তদেরও ভিড় থাকে চোখে পড়ার মতো।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কলকাতা

আপনার জন্য নির্বাচিত

কমবেট ফোর্সের পোশাক পরে মস্কোর কনসার্ট হলে জঙ্গি হানায় মৃত ৫০

ডাকাত ধরল পুলিশ, খড়্গপুরে সোনার দোকানে লুটের চেষ্টার কিনারা

চোপড়ার জোড়া মৃত্যু রহস্য উন্মোচনের দোরগোড়ায় পুলিশ

বাংলায় দ্বিতীয় ইকো পার্ক তৈরী হতে চলেছে মধ্যমগ্রামে

ট্যাবের টাকা না পাওয়ার অভিযোগের তদন্তে নেমে চক্ষু ছানাবড়া তদন্তকারীদের! বিরোধীদের কটাক্ষ

পশ্চিমবঙ্গের সংস্কৃতি ফিরিয়ে আনতে অবিলম্বে বিজেপির সরকার গঠন করা প্রয়োজন : দেবশ্রী

মালদায় নাবার্ডের উদ্যোগে দুগ্ধ উদ্যোক্তা উন্নয়ন প্রকল্প নিয়ে কর্মশালা।

প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু কে নিয়ে যাওয়া হল দুর্গাপুরে! মালদায় ৫৯ জনকে কামড় করোনার

আইএসএলে দশজনে খেলেও উড়িষ্যা এফসি পাঞ্জাব এফসি সাথে ১-১ ড্র করল

মালদা রেলওয়ে গার্লস হাই স্কুলের ছাত্রীদের শিক্ষামূলক প্রজেক্টের অঙ্গ হিসাবে মালদা স্টেশনে যাত্রীদের মধ্যে সচেতনতা প্রচার