news bazar24 : নতুন বছরের প্রথম সপ্তাহেই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে গেলো মরুভূমির রাজ্যে (Train Accident)। সোমবার ভোররাতে লাইনচ্যুত হয়ে গেল যাত্রীবাহী ট্রেনের আটটি বগি। আজ ২ জানুয়ারি কাক ভোরে দুর্ঘটনার মুখে পড়লো সূর্যনগরী এক্সপ্রেস (Suryanagari Express)। এই দুর্ঘটনায় লাইনচ্যুত হয়ে যায় ট্রেনের আটটি কামরা। এখনও অবধি ১৪-১৫ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
উত্তর-পশ্চিম রেলওয়ের সি পি আর ও জানিয়েছেন,মুম্বইয়ের বান্দ্রা থেকে যোধপুর (Jodhpur) যাচ্ছিল ট্রেনটি। যোধপুর ডিভিশনের অধীনে মারওয়ার স্টেশন থেকে কিছুটা দূরে লাইনচ্যুত হয়ে যায় ট্রেনটি। উল্টে যায় আটটি কামরা।
ট্রেনের যাত্রী সঞ্জয় বান্সাল জানিয়েছেন, রাত ৩টে ২৭ মিনিট নাগাদ রাজস্থানের মারওয়ার জংশন পার করতেই ট্রেনের ভিতরে ভয়ঙ্কর কম্পন অনুভূত হয়। এর দুই-তিন মিনিট বাদেই ট্রেনটি থেমে যায়। যাত্রীরা ট্রেন থেকে নেমে দেখেন, পিছনের দিকে স্লিপার ক্লাসের আটটি কামরা লাইনচ্যুত হয়ে উল্টে গিয়েছে। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই পুলিশে খবর দেওয়া হয়। ১৫-২০ মিনিটের মধ্য়ে ঘটনাস্থলে চলে আসে অ্যাম্বুল্যান্সগুলি। আহতদের হাসপাতালে নিয়ে যায় ।
যোধপুরের জন্য হেল্প লাইন – ০২৯১২৬৫৪৯৭৯, ০২৯১২৬৫৪৯৯৯৩, ০২৯১২৬২৪১২৫, ০২৯১২৪৩১৬৪৬ নম্বর চালু করা হয়েছে।