news bazar24:
ভরা বর্ষার মরসুমে যদি মন চায় একটু বেড়াতে যেতে তাহলে বাঙালির দীপুদা ছাড়াও এমন অনেক পর্যটনস্থল রয়েছে যেখানে গেলে মন ভালো হওয়া যেতে পারে। ইট কাঠ পাথরের জীবনযাত্রা ছেড়ে বেরিয়ে পড়তে পারেন প্রকৃতির সেই অপরূপ শোভা দেখতে। তবে অনেকেই এই বর্ষার প্রকৃতি সৌন্দর্যকে উপভোগ করার জন্য চেরাপুঞ্জি কিংবা ডুয়ার্সকেই বেছে নেন প্রথম পছন্দ হিসেবে। এছাড়াও আজ এমন তিনটি জায়গার সন্ধান দেবো আমরা যেখানে গেলে নিজের মনকে ভালো করে তুলতে পারবেন।
মধ্যপ্রদেশের ওরছা: মধ্যপ্রদেশ বেড়াতে যাব বললেই প্রথমেই মাথায় আসে খাজুরাহো পান্নার কানহা ইত্যাদি জায়গার কথা। কিন্তু আমরা অনেকেই এই ওরছা জায়গাটি সম্পর্কে অবগত নই কারণ মধ্যপ্রদেশে রয়েছে এমন অপূর্ব সুন্দর সব জায়গা যার মধ্যে ওরছা অন্যতম। ওরছা যেতে গেলে প্রথমে কলকাতা থেকে ঝাঁসি পৌঁছতে হবে ট্রেনে করে।সেখান থেকে দূরত্ব ২৫ মিনিটের। তবে ট্রেন ছাড়াও আকাশ পথে যাওয়ার সুবিধা রয়েছে। বিমানে করে গোয়ালিয়র থেকে নেমেষষ সোজা রাস্তায় ওরছা। এখানে চাইলে দেখে নিতেইষষ পারেন মোগল সময়ের বিভিন্ন দুর্গ।
জিরো ভ্যালি : যেটি অবস্থিত অরুনাচল প্রদেশে। সেখানের অতি প্রাচীন জনজাতি বাস করে যাদের নাম আপাতানি। এই জিরো ভ্যালিতে পৌঁছাতে গেলে প্রথমে বিমানে করে কলকাতা থেকে পৌঁছাতে হবে ইটানগরে, সেখান থেকে ১৫ কিলোমিটার পথ অতিক্রম করতে হবে জিপে করে তাহলেই পৌঁছে যাওয়া যাবে। তবে ট্রেনে করে আসারও রয়েছে ব্যবস্থা। এখানে এসে দেখতে পাবেন জিরো উপত্যকার বিভিন্ন গ্রাম। অভয়ারণ্য রোমাঞ্চ এখানে প্রতিটি পড়তে সাজানো।
যোশীমঠ উত্তরাখন্ড: এখানে আসতে গেলে প্রথমে বিমান পথে দেরাদুন পৌঁছে সেখান থেকে সোজা যোশীসমঠ আসা যায়। অন্যদিকে কলকাতা থেকে ঋষিকেশ হয়েও পৌঁছে যাওয়া যেতে পারে। এখান থেকে খুব কাছেই ঘুরে আসতে পারেন বদ্রীনাথ ধাম ও ভ্যালি অফ ফ্লাওয়ার জাতীয় উদ্যান। হোটেলের জানলা থেকে উপভোগ করতে পারেন গাড়ওয়াল হিমালয়ের পাহাড় চূড়ার সৌন্দর্য। এছাড়াও রয়েছে একটি মনোরম জায়গা ও উষ্ণপ্রস্রবণও।
তাই সময় নষ্ট না করে আজি প্ল্যান করে ফেলুন যেকোনো একটি। এই বর্ষায় প্রকৃতির যে অপার রূপ তা উপভোগ করুন কারণ জীবন মাত্র একটাই।