news bazar24: লাল নীল সবুজ কালারে ভরপুর ভারতীয় কফ সিরাপ। আর ভারতে তৈরি সেই কাফ সিরাপ খেয়েই গাম্বিয়ায় মৃত্যু হয়েছে ৬৬ শিশুর! এর জেরেই ভারতীয় ওই ওষুধ কোম্পানির বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়ে শিশু মৃত্যুর ঘটনাটি প্রকাশে আনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
উল্লেখ্য, গাম্বিয়ায় শিশু মৃত্যুর জন্য দায়ী করা হয়েছে দিল্লি নয়ডার মেডেন ফার্মাসিউটিক্যাল নামে এক ওষুধ কোম্পানির বিরুদ্ধে। সূত্রের খবর, ওই কোম্পানি ভারতের বিভিন্ন জায়গা ছাড়াও পশ্চিম আফ্রিকার নানা দেশে এই বিষাক্ত ওষুধ রপ্তানি করে থাকে। তার মধ্যে এই কফ সিরাপও আছে। যা খাওয়ার পরেই শিশুদের কিডনি বিকল হয়ে যায়। এই সিরাপ খেয়ে এখনও পর্যন্ত ৬৬ জন শিশু প্রাণ হারিয়েছে।
তদন্ত শুরুর পর দেখা গেছে, ওই কফ সিরাপের মধ্যে বিষাক্ত কিছু কেমিক্যালের হদিশ মিলেছে। এই ওষুধ খাওয়ার পরেই পেটে ব্যথা, ঘন ঘন বমি করার মতো উপসর্গ দেখা যায়। কিডনি বিকল হয়ে শিশুদের মৃত্যু হয়েছে বলেই নিশ্চিত চিকিৎসকরা।
শিশু মৃত্যুর ঘটনার পরেই ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস গেব্রেয়াসাস। টুইট করে লিখেছেন, চারটি কফ সিরাপ ভারতীয় কোম্পানি মেডেন ফার্মাসিউটিক্যালের তৈরি। যার বিরুদ্ধে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। ‘একরত্তি শিশুদের এইভাবে চলে যাওয়া, তাদের পরিবারের পক্ষে অত্যন্ত কষ্টকর। ভারতীয় কোম্পানির কাছে এই রকম আশা করা যায় না।