Newsbazar24:ভারতীয় ফুটবল জগতে আবারও নক্ষত্রপতন। না ফেরার দেশে চলে গেলেন কিংবদন্তী ফুটবলার তুলসীদাস বলরাম। পিকে বন্দ্যোপাধ্যায় এবং চুনি গোস্বামীর পর এবার ময়দানে ছেড়ে পরলোকে পাড়ি দিলেন তুলসীদাস বলরাম। ভারতীয় ফুটবলের সর্বকালের সেরা তিন তারকা
পিকে-চুনি এবং বলরাম। ১৯৫৬ সালে ভারতের হয়ে অলিম্পিকে অংশগ্রহণ করা ফুটবল দলের শেষ জীবিত সদস্য তুলসীদাস বলরাম । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। ১৬ ই ফেব্রুয়ারি, কলকাতার একটি বেসরকারি হাসপাতালে দুপুর ২.০৫ নাগাদ তার মৃত্যু হয়।
দীর্ঘকাল ধরে তিনি বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন।
শেষ জীবনে নিজেকে কিছুটা গুটিয়ে নিয়েছিলেন তুলসীদাস বলরাম। ক্লাবের প্রতি অভিমানী হয়েই এমন সিদ্ধান্ত নেন তিনি।
এ প্রসঙ্গে সুকুমার সমাজপতি বলেন, ‘ইস্টবেঙ্গলের সঙ্গে বলরামের যে সম্পর্ক ভালো ছিল না, সে কথা ও নিজেই বলেছে। ও জানিয়ে দিয়েছিল মৃত্যুর পর ওর দেহ যেন ওই ক্লাবে না যায়। ইস্টবেঙ্গলে একটা ঘটনার জন্য ও প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছিল। সে কথায় আমি আজ আর যেতে চাই না। ও কলকাতায় ইস্টবেঙ্গলের বাইরে কখনও অন্য কোনও ক্লাবে খেলেনি। যা কিছু সব এই ক্লাবেই। তাই ওর ক্ষোভ হওয়া স্বাভাবিক।’
পিকে, চুনিরা আগেই না ফেরার দেশে পাড়ি দিয়েছিলেন। বৃহস্পতিবার চলে গেলেন তাদের সতীর্থ। সঙ্গে সঙ্গেই ইতিহাসের পরিসমাপ্তি ঘটল।