news bazar24: ফিক্সড ডিপোজিট যাঁদের রয়েছে, তাঁরা এখন বেজায় খুশি। কারণ, করোনা অতিমারির কারণে ফিক্সড ডিপোজিটের সুদের হার দশকের মধ্যে সবথেকে সর্বনিম্ন করে দিয়েছিল, সেটা কিছুটা হলেও বেড়েছে।
ফিক্সড ডিপোজিটের সুদের হার কমানোর সময়ে সরকার অবশ্য ছোট তহবিলগুলির সুদের হার একই রেখেছিল। এমনকী, July-September ত্রৈমাসিকে ছোট তহবিলের উপরে সুদের হার অপরিবর্তিত রাখা হয়েছে।
তবে এই মুহূর্তের আমানতকারীদের কঠিন প্রশ্ন হল, ব্যাঙ্কের তরফে ফিক্সড ডিপোজিটের উপরে সুদের হার বাড়ানো হলেও তবে সেটার কি পোস্ট অফিসে জমা তহবিলের সঙ্গে সামঞ্জস্য রয়েছে?
এক থেকে দুই বছরের সুদের হার কি আছে ?
SBI এই সময়সীমার জন্য 5.3 percent হারে সুদ দিয়ে থাকে। HDFC Bank এবং ICICI Bank-এর সুদের হার 5.35 percent। এক এবং দুই বছরের POTD-র ক্ষেত্রে জুলাই-সেপ্টেম্বরে সুদের হার 5.5 percent।
দুই থেকে তিন বছরের সুদের হার
ICICI Bank এবং HDFC Bank-এর সুদের হার 5.50 percent। পোস্ট অফিসেও এই হারেই সুদ দেওয়া হয়। তবে SBI-এর সুদের হার 5.35 percent।
তিন থেকে পাঁচ বছরের সুদের হার
এই মেয়াদের ক্ষেত্রে পোস্ট অফিসের সুদের হার ব্যাঙ্কের তুলনায় বেশি। 5 বছরের জন্য জুলাই-সেপ্টেম্বরের ত্রৈমাসিকে POTD-তে সুদের হার 6.7 percent। সেখানে 3-5 বছরের মেয়াদে HDFC Bank এবং ICICI Bank-এর সুদের হার 5.7 percent, এবং SBI FDs-র সুদের হার 5.45 percent।