news bazar24:
ব্যক্তিগতভাবে যদি কেউ কাউকে না জড়িয়ে পর্ন দেখে তবে সেটা অপরাধ নয়, এতে কোনরকম অন্যায় নেই। পর্নোগ্রাফি নিয়ে কেরল হাইকোর্ট এই মামলা শুনানি জানিয়েছে। কেরলের উচ্চ আদালতের দাবি, কেউ যদি আলাদাভাবে পর্ন ছবি বা ভিডিও দেখে তবে সেটা তার ব্যক্তিগত পছন্দ। যদি কাউকে এই বিষয়ে বিরক্ত না করে না জড়িয়ে কোন ব্যক্তি ব্যক্তিগতভাবে এটি দেখে তবে এতে কোন অপরাধ নয়।
যদি এই ব্যাপারে কোন ব্যক্তিকে অপরাধী হিসেবে চিহ্নিত করা যায় তবে তার অর্থ হবে কোন ব্যক্তির ব্যক্তিগত পছন্দে হস্তক্ষেপ করা। সংবাদ সংস্থা পিটিআইয়ের একটি প্রতিবেদন অনুযায়ী বলা হয়েছে, বছর ৩৩ এর এক যুবকের বিরুদ্ধে মামলার শুনানি চলছিল যে সময় এরকমই মন্তব্য করেন বিচারপতি। ২০১৬ সালে ওই যুবক আলুভা প্রাসাদের কাছের একটি রাস্তার ধারে বসে মোবাইল ফোনে পর্ন দেখছিলেন যার পরেই ওই যুবককে পুলিশ গ্রেপ্তার করে।
ব্যক্তিগতভাবে ওই যুবক যদি পর্ন দেখে থাকে তবে সে কোন আইন ভাঙ্গেনি। এরকমই মন্তব্য করেন কেরলের উচ্চ আদালত। এছাড়া বিচারপতি জানান ,ওই যুবক প্রকাশ্যে ভিডিও দেখেছেন যার কারনে ওর বিরুদ্ধে কোন অভিযোগ নেই। তবে বর্তমানে শিশুদের হাতে যেভাবে ফোন তুলে দেওয়া হচ্ছে সেই বিষয়ে অভিভাবকদের সতর্ক করেন কেরল হাইকোর্টের বিচারপতি কুনহিকৃষ্ণন।