Newsbazar24: ইউজারদের চ্যাটে অতিরিক্ত সুবিধা দেওয়ার জন্য হোয়াটস অ্যাপ আনল বিশেষ ‘চ্যাট লক’ ফিচার। এবার থেকে যে কোনো চ্যাট তালা মেরে রাখতে পারবেন ইউজাররা। তৃতীয় কোনো ব্যক্তি তার হদিশ পাবে না। শুধু তাই নয় লক করা চ্যাটগুলি আপনার সাধারণ ইনবক্সেও থাকবে না। জানা গিয়েছে, ইউজাররা যেই যেই চ্যাট সুরক্ষিত রাখতে চান সেগুলি সিলেক্ট করে লক করে রাখতে পারেন। সেই সব চ্যাটগুলি আর ইনবক্সে দেখা যাবে না। আলাদা ফোল্ডারে স্টোর হবে। পাসওয়ার্ড বা বায়োমেট্রিক্সের মাধ্যমে সেই সকল চ্যাট লক করা যাবে। যতক্ষণ না অবধি চ্যাট আনলক করা হচ্ছে ততক্ষণ ওই ফোল্ডারেই সেভ থাকবে চ্যাটগুলি। চ্যাট লক হওয়ার পাশাপাশি সেই চ্যাটের সমস্ত মেসেজ এবং নোটিফিকেশনও অটোমেটিক হাইড হয়ে যাবে। এই ফিচার অন করার জন্য প্রথমে হোয়াটসঅ্যাপটি লেটেস্ট ভার্সনে আপডেট করতে হবে। তারপর অ্যাপ ওপেন করে যেই চ্যাট লক করতে চান সেখানে ট্যাপ করতে হবে। তারপর একটি লক অপশন আসবে সেটি সিলেক্ট করে পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লক করে রাখতে পারবেন। ব্যক্তিগত চ্যাটের পাশাপাশি গ্রুপ চ্যাটেও এই ফিচারের সুবিধা মিলবে।