Share on whatsapp
Share on twitter
Share on facebook
Share on email
Share on telegram
Share on linkedin

বিয়ের ১০ দিন আগে ‘ফাঁস’ নিমন্ত্রণপত্র পরিণীতির

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin

news bazar24:
পরিনীতি চোপড়া ও রাঘব চড্ডার বিয়ে নিয়ে তোড়জোড় শুরু। জল্পনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে। আগামী ২৪শে সেপ্টেম্বর দুজনেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন।

গত ১৩ ই মে ২০২৩ দুজনের বাগদান পর্ব সারা হয়ে গিয়েছে। এবার চার হাত এক হবার পালা। বিয়ের অনুষ্ঠান হতে চলেছে রাজস্থানের উদয়পুরে। বিয়ের প্রস্তুতি নিয়ে এদিন বিয়ের নিমন্ত্রণপত্রও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ার পেজে, যেখানে দেখা গেল রাজকীয়তার ছাপ। বিয়েতে নিজেদের সাজ পোশাকে যেমন ছিমচমের ছাপ তেমনি বিয়ের আমন্ত্রণেও তাই।

সাদা বা হালকা প্যাস্টেল সেডের পোশাকে সজ্জিত হবেন তাঁরা। আগামী ২৩শে সেপ্টেম্বর ওয়েলকাম লাঞ্চ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিয়ের শুরু। আয়োজন করা হয়েছে উদয়পুরে তাজ লীলা প্যালেসে। বিয়েতে থাকছে থিমের ছড়াছড়ি। মালাবদলের সময় ধার্য হয়েছে দুপুর ৩:৩০ তে এবং তারপরেই দুজনের সাত পাকে বাঁধা পড়বেন।

বিয়ের দিন সন্ধ্যাবেলায় রিসেপশন পার্টি অনুষ্ঠিত হবে তাজলীলা প্যালেসে। যাতে থাকবেন তাবড় তাবড় রাজনৈতিক ব্যক্তিত্বরা যেমন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং, অরবিন্দ কেজরিওয়াল প্রমূখরা। এছাড়া বলিউড থেকেও আসবেন এক ঝাঁক তারকা। তবে শুধুমাত্র উদয়পুরেই নয় রিসেপশন পার্টি হতে চলেছে আগামী দিনে মুম্বাই সহ দিল্লিতেও তেমনই পরিকল্পনার রয়েছে।

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin