Newsbazar24: কলকাতা বিমানবন্দরে হেনস্থার শিকার টলিউড অভিনেতা মৈনাক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার রাতে বিমানবন্দরে দাঁড়িয়ে ফেসবুক লাইভে হেনস্তার কথা জানান অভিনেতা ও তাঁর স্ত্রী। জানা গিয়েছে, কলকাতা বিমানবন্দরে স্ত্রীকে নিতে এসেছিলেন মৈনাক। অভিনেতার অভিযোগ, সেই সময়ই স্ত্রী ও তাঁকে হেনস্তা করে পুলিশ। পুলিশের সঙ্গে বচসা চলাকালীনই ফেসবুক লাইভে এসে ঘটনার কথা জানান মৈনাক। সেই ভিডিয়োয় মৈনাক জানান, বিমানবন্দরে স্ত্রীকে নিতে এসে ১বি গেটের সামনে দাঁড়ান তিনি। তাঁর স্ত্রী ব্যাগপত্র নিয়ে গাড়ির দিকে এগোতে শুরু করলে বাধা দেন কিছু পুলিশকর্মী। মৈনাকের অভিযোগ, তাঁর স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করা শুরু করেন তাঁরা। শুধু তাঁর স্ত্রীর সঙ্গেই নয়, তিনি পরিস্থিতি সামলাতে গেলে তাঁর সঙ্গেও অত্যন্ত খারাপ আচরণ করা শুরু করেন ওই পুলিশকর্মীরা। তার পরে নাকি গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে বেরিয়ে যেতে চাইলেও বাধা দেওয়া হয় তাঁদের। অন্য একটি ভিডিয়োয় মৈনাকের দাবি, তাঁর গাড়ি আটকে নাকি তাঁকে থানায় নিয়ে যাওয়ারও হুমকি দেওয়া হয় ওই পুলিশকর্মীর তরফে। ওই পুলিশকর্মীর নামও ফেসবুক লাইভের ভিডিয়োয় উল্লেখ করেছেন মৈনাক। অভিনেতা ও তাঁর স্ত্রীয়ের দাবি, এই ধরনের আচরণের বিরুদ্ধে প্রতিবাদ হওয়া উচিত। পুলিশের এরকম ব্যবহার কোনমতেই মেনে নেওয়া যায় না। তাঁরা এর বিচার চেয়েছেন। মৈনাকের কথায়, ”বেশ কিছু পুলিশকর্মী আমাকে বলেন, ‘সিরিয়াল-সিনেমায় অভিনয় করেন, আপনার ফুটুনি বার করে দেব, আপনাকে এক রাত লকআপে ঢুকিয়ে দেব, এফআইআর করে দেব, তার পর দেখবেন আপনার জীবন বরবাদ হয়ে যাবে”। তর্কাতর্কির পরে মৈনাক ও তাঁর স্ত্রীকে সেখান থেকে গাড়ি নিয়ে বেরোতেও বাধা দেন পুলিশকর্মীরা, দাবি অভিনেতার। গাড়ি ছাড়াতে থানা পর্যন্ত যেতে হয় তাঁদের। গাড়ি ছাড়াতে রাতেই বিমানবন্দর থানায় যান মৈনাক। সেখানে পুলিশ আধিকারিকের সঙ্গে কথা বলে অবশেষে মীমাংসা হয় সমস্যার।