Newsbazar24: টাটকা জুটি নিয়ে ফিরছেন বাবা যাদব। বাবার নতুন ছবির নায়ক-নায়িকা সোমরাজ মাইতি-নুসরত ফারিয়া। বুধবার ছবির মহরত করলেন পরিচালক। প্রযোজনায় শ্যাডো ফিল্মস। তবে পরিচালক জানিয়েছেন, রোমান্টিক-কমেডি ঘরানার ছবি বানাতে চলেছেন তিনি। বাকি অভিনেতাদের নাম এখনও ঠিক হয়নি। ঠিক হয়নি সঙ্গীত পরিচালকের নামও। ছবি পরিচালনার পাশাপাশি নৃত্যপরিচালনাও করবেন বাবা। বাড়তি পাওনা হিসেবে থাকবে বিদেশের চোখধাঁধাঁনো পরিবেশ। ছবির চিত্রনাট্যও লিখেছেন বাবা নিজেই। সব ঠিক থাকলে অগাস্টে ছবির শুটিং শুরু হবে বলে খবর।