news bazar24:
এবার ছোট পর্দায় অভিনয় করতে চলেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়। আগে তিনি বড় পর্দায় অভিনয় করেছেন। বলতে গেলে আস্তে আস্তে তিনি টলিউড ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নিচ্ছেন। বর্তমানে তিনি একজন অভিনেত্রী, পরিচালক রাজর্ষি দে-র জন্যই তিনি অভিনেত্রী হওয়ার সুযোগ পাচ্ছেন।
আর একদিকে শুভশ্রী গাঙ্গুলীর দিদি হওয়ার জন্য ইন্ডাস্ট্রিতে তার একটা আলাদা পরিচয় রয়েছে। খুব শীঘ্রই আসতে চলেছে লীনা গঙ্গোপাধ্যায়ের পরিচালিত নতুন ধারাবাহিক” জল থৈ থৈ ভালোবাসা” যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে চন্দন সেন এবং অপরাজিতা আঢ্যকে। এই গল্পেই দেবশ্রী একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন।
” ফাটাফাটি” ছবিতে তাকে দেখা গিয়েছিল যেখানে তিনি বেশ প্রশংসিত হয়েছিলেন। তবে এবার নতুন রূপে তাকে দেখা যাবে নতুন ধারাবাহিকে। নতুন কাজ শুরু করতে চলেছেন সেই জন্য তিনি যথেষ্ট উত্তেজিত।
একটি সংবাদমাধ্যমকে তিনি জানান, তিনি সত্যি আশাবাদী। বহু দিনের ইচ্ছা ছিল অপরাজিতা আঢ্যর সঙ্গে অভিনয় করবার সেটাই সুযোগ পেয়েছেন তিনি। তবে ভয় পাচ্ছেন আদেও সমস্ত কিছু পারবেন কিনা। কারণ তার একটি ব্যবসাও রয়েছে। একদিকে লীনাদির থেকে আসা অফার, অন্যদিকে অপরাজিতা আঢ্য সমস্ত কিছু মিলিয়ে তিনি হ্যাঁ বলেন।”