Newsbazar 24:বাংলাদেশের রাজধানীর গুলিস্তানে একটি সাততলা ভবনে বিস্ফোরণ। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১১টি ইউনিট কাজ করছে।
ঘটনাটি ঘটেছে গুলিস্তান বিআরটিসি বাসস্ট্যান্ড কাউন্টারের পাশে একটি ভবনে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা ১৫। এই সংখ্যা আরো বাড়তে পারে বলে জানা গেছে। আহত প্রায় শতাধিক এর মধ্যে ২৫ জনের অবস্থা খুবই গুরুতর।নিহতদের মধ্যে ১৩ জন পুরুষ ও দুইজন নারী।
মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে অনুমান গ্যাস থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনায় নিহত ও আহতদের বিভিন্ন যানবাহন করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হচ্ছে বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী
মঙ্গলবার রাত ৮টায় গুলিস্তানের সিদ্দিকবাজারে ঘটনাস্থলে উদ্ধারকাজ পরিদর্শনে যান রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মো. আনিছুর রহমান। তিনি সাংবাদিকদের জানিয়েছেন,রাজধানীর গুলিস্তানে ভয়াবহ বিস্ফোরণ ঘটা ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ।‘ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে আমাদের জানিয়েছে, ওই ভবনে গ্যাসের লাইনের ছিদ্র থেকে গ্যাস জমেছিল। সেটা থেকে বিস্ফোরণ হতে পারে। তিনি জানান ফায়ার সার্ভিস সূত্রে জানা গিয়েছে বিস্ফোরণ হওয়া ভবনের নিচতলায় সেনেটারি দোকান এবং বাকি ৪টি ফ্লোরে ব্রাক ব্যাংকের অফিস রয়েছে। নিহতদের স্বজনদের কান্নায় ভারি হয়ে উঠেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালও।