news bazar24:
এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে বিরাট কোহলিকে খেলতে দেখা যায়নি, কিন্তু আরেকটু হলেই ভারতের প্রাক্তন অধিনায়ক দুর্ঘটনার কবলে পড়তেন। নিজেকে বাঁচানোর জন্য তিনি লাফিয়ে উঠেন। কিন্তু প্রশ্ন তাকে কে ধাক্কা মেরেছিল? শুক্রবার ছিল বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ, সেখানেই দেখা গিয়েছিল কলম্বোতে সুপারসপার এসে তাকে ধাক্কা মারছিল।
একটি ভিডিওতে দেখা গেছে, বিরাট বাউন্ডারির কাছে দাঁড়িয়ে এমন সময় তার দিকে এগিয়ে আসে একটি সুপারসপার। যেটা দেখে তিনি এক লাফে সরে যান। বিরাটের লাফ দেখে মনে হয়েছিল কোন গাড়ি এসে হয়তো তাকে ধাক্কা মারছিল।
বলতে গেলে বিরাট বাংলাদেশের বিরুদ্ধে খেলিনি যার ফলে চর্চায় চলে আসেন তিনি। প্রথম জল পানের বিরতির সময়ে বাউন্ডারীর ধারে দেখা যায় বিরাট এবং মোহাম্মদ সিরাজকে। বিরাটকে দেখা যায় দ্বাদশ ব্যক্তির জার্সি পড়ে থাকতে। আম্পায়ার জল পানের বিরতি করার ইশারা দেয়ার পরেই তিনি মাঠে ঢোকেন।
বিরাটকে দেখা যায় অদ্ভুত ভাবে দৌড়াতে। দেখা যায় তাকে হাসতে হাসতে তার দলের কাছে এগিয়ে যেতে। পিছন আসেন সিরাজও। নিজের দলের ক্রিকেটাররা জল খাওয়ার পরে আবার তাকে দেখা যায় ডাগ আউটে ফিরে যেতে।
বিরাট এশিয়া কাপে শত রান করেছেন। ফাইনালে শ্রীলংকার বিরুদ্ধে খেলবে ভারত। বিশ্বকাপের আগে বিরাট আবার ফিরে এসেছে তার ফর্মে, সেটা দেখে ভারতীয় দল কিছুটা হলেও স্বস্তিবোধ করেছে।