Newsbazar 24:বজবজের এক জুটমিলে বিধ্বংসী আগুন। সেই আগুনে ভস্মীভূত জুটমিল। দমকলের ১০টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানা গেছে । স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার, বিকেল সাড়ে চারটে নাগাদ জুটমিলে আগুন লাগে বলে জানা যায় । প্রথমে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। পরে আরও ৭টি ইঞ্জিন পৌঁছায়। বিধ্বংসী আগুনের ফলে এলাকায় আতঙ্ক ছড়ায়। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। শর্টসার্কিট থেকেই আগুন বলে প্রাথমিকভাবে অনুমান।
নেতাজি জন্মদিবস উপলক্ষ্যে এদিন বজবজ জুটমিল বন্ধ ছিল। বিকাল প্রায় পাঁচটা নাগাদ হঠাত্ করেই জুটমিলের ভিতর থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। তারপর লেলিহান শিখা দেখা যায়। দমকলকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৩টি ইঞ্জিন। ভিতরে দাহ্য পদার্থ, পাটের স্তূপ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এক ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে না আসায়, পরে দফায় দফায় আরও ৭টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে আগুন নেভানোর কাজ চলছে। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পুলিশ বাহিনীও। এদিন ছুটির দিন হওয়ায় এবং বজবজ জুটমিল বন্ধ থাকায় ভিতরে কেউ ছিলেন না।