Newsbazar24: কোচবিহারের শীতলকুচিতে দুষ্কৃতী ডেরায় অভিযান চালাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত হলেন কয়েকজন পুলিশকর্মী। তবে ঘটনায় মূল অভিযুক্তকে ধরতে পারেনি পুলিশ। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে। তবে অভিযুক্তের স্ত্রী এবং মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে, বুধবার রাতে শীতলকুচি থানা এলাকার আজিজুল মিঞা নামে এক দুষ্কৃতীর খোঁজে গ্রামে তল্লাশি চালায় পুলিশের একটি দল। আজিজুল অস্ত্র আইনে অভিযুক্ত। সে গ্রামে ঘাঁটি গেড়েছে, গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালায় পুলিশ। কিন্তু আগে থেকে কোনওভাবে সেই খবর কানে গিয়েছিল আজিজুলের। পুলিশ গ্রামে পা রাখা মাত্র তারা ডেরা থেকে পালিয়ে যায় আজিজুল। পুলিশের অভিযোগ, পালানোর সময়েই সে এবং তার এক সঙ্গী পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পালটা গুলি চালায়। আজিজুলের গুলিতে রক্তাক্ত হন কয়েকজন পুলিশকর্মী। তার ডেরা থেকে স্ত্রী ও মেয়েকে গ্রেপ্তার করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত।