Newsbazar24: প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হলেন বাংলাদেশি গায়ক মইনুল হাসান নোবেল। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের হেপাজতে রয়েছেন তিনি। জানা গিয়েছে, শরীয়তপুরের একটি স্কুলের রি-ইউনিয়নের অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল নোবেলের। বাংলাদেশি মুদ্রায় এর জন্য নাকি তিনি ১ লক্ষ ৭২ হাজার টাকা অগ্রিমও নিয়েছিলেন। কিন্তু অনুষ্ঠান করতে যাননি তিনি। তার জেরেই প্রতারণার অভিযোগ দায়ের করা হয় গায়কের বিরুদ্ধে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) অফিসে নোবেলকে ডাকা হয় আজ। সেখানে জিজ্ঞাসাবাদের পরই তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগেও একাধিকবার বিতর্কে জড়িয়েছেন গায়ক নোবেল। পেশাগত থেকে ব্যক্তিগত জীবন পুরোটাই বিতর্কে ভরে রয়েছে তাঁর।