news bazar24:
ফের অনলাইন প্রতারণাচক্রের খোঁজ পাওয়া গেল। যাদের সাথে যোগাযোগ ছিল দিল্লি গুরগাঁওয়ের অনেক কল সেন্টারের। ঘটনাটি ঘটেছে অসমের গুয়াহাটিতে, যেখানে অনলাইন প্রতারণার পর্দা ফাঁস করল রাজ্যের পুলিশ প্রশাসন।
দীর্ঘ তদন্তের পর তাঁরা গ্রেপ্তার করেছে এই চক্রের মূল পান্ডাদেরও। গ্রেপ্তার করা হয়েছে ১৯১ জনকে। এই চক্রের মূল পান্ডাও ধরা পড়েছেন তার সাথে ধরা পড়েছেন ৪৭ জন তরুণীও। দীর্ঘদিন ধরেই এই অনলাইন প্রতারণা চক্রের কাজ চলছিল যা নিয়ে পুলিশের কাছেও অভিযোগ আসছিল প্রতিনিয়ত তাই পুলিশ প্রশাসনও একটি হাত নাতে এই চক্রটিকে ধরবার।
অবশেষে পুলিশ বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত অভিযান চালিয়ে গ্রেফতার করে তাঁদের। তবে ধৃতদের বেশির ভাগেরই বয়স ২১ থেকে ২৫ বছরের মধ্যে। এই চক্রের তিন পান্ডা হলেন রাজেন সীতানা, দেবজ্যোতি দাস ওরফে ডেভিড, দিব্যম আরোরা। যুবক যুবতীদের চাকরি দেবার নাম করে প্রশিক্ষণ দেয়া হতো। তবে এই চক্রের সাথে আন্তর্জাতিক ক্ষেত্র যোগাযোগ রয়েছে বলে অনুমান পুলিশের। আমেরিকার নাগরিকরাও এই ভুয়োপ্রতারণার ফাঁদে পড়েছেন। আগামী দিনে সেই পর্দা ফাঁস করার জন্য উদ্যোগী হয়ে রয়েছেন পুলিশের অপরাধ দমন শাখা কর্মকর্তারা।