news bazar24 ঃ ভারতের ৭৪তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে গোটা দেশের পাশাপাশি শিলিগুড়িতেও পালিত হলো দিনটি।এদিন সকালে শিলিগুড়ির পুলিশ কমিশনারেটের মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী।এর পাশাপাশি কুচকাওয়াজের আয়োজন করা হয়।অন্যদিকে শিলিগুড়ির উচ্চতর বালক বিদ্যালয়ে মহকুমা প্রশাসনের তরফেও পালন করা হলো দিনটি।এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন মহকুমা শাসক প্রিয়াঙ্কা সিং এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ এবং প্রশাসনের কর্তারা।পাশাপাশি বর্ণাঢ্য শোভাযাত্রা এবং কুচকাওয়াজের আয়োজন করা হয়।