Monday , 30 June 2025 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

প্রকাশ্য রাস্তায় তৃণমূল নেত্রীর গুন্ডাগিরি, বৃদ্ধ ব্যক্তিকে রাস্তায় ফেলে ব্যাপক মারধর, জুতা পেটা নিন্দার ঝড় চারিদিকে

প্রতিবেদক
kartik pal
June 30, 2025 9:02 pm

Newsbazar24:প্রকাশ্য রাস্তায় এক প্রবীণ ব্যক্তিকে ব্যাপক মারধর এবং জামা ছিড়ে দেওয়ার অভিযোগ। অভিযুক্ত স্থানীয় তৃণমূল নেত্রী বেবি কোলে। ঘটনায় জনমানষে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। স্থানীয় তৃণমূল নেতৃত্ব বিপাকে।
এই ঘটনার ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে।ঘটনায় ধামাচাপা দিতে নেত্রীকে শোকজ করা হয়েছে তৃণমূলের তরফে বলে জানা গিয়েছে।

অভিযোগ, এদিন সকালে খড়্গপুরে ব্যস্ত রাস্তার উপরে সিপিএমের স্থানীয় এক প্রবীণ নেতাকে বেধড়ক মারধর করেছেন স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী বেবি কোলে। দেখা গিয়েছে, তৃণমূলের ওই নেত্রী প্রকাশ্য রাস্তায় প্রাক্তন ওই সিপিএম নেতাকে ফেলে কিল, চড়, ঘুষি মারেন এবং এমনকী জুতোপেটাও করেন। শুধু তাই নয়, ওই বৃদ্ধ একটি রংয়ের দোকানে আশ্রয় নিলে সেখানে ঢুকে তাঁর গায়ে রং ঢেলে দেওয়া হয় বলেও অভিযোগ।

আশ্চর্যের বিষয়, ঘটনার সময়ে রাস্তায় বহু মানুষ সেখানে উপস্থিত থাকলেও, কেউই ওই বৃদ্ধকে বাঁচাতে এগিয়ে আসেননি। বরং সকলে ভিডিও করতে ব্যস্ত।
জানা গেছে আক্রান্ত বৃদ্ধের নাম অনিল দাস। এলাকায় তিনি ভীম দা নামে পরিচিত। পূর্বে তিনি সিপিএমের সঙ্গে যুক্ত ছিলেন, বর্তমানে ‘আমরা বামপন্থী, খড়্গপুর’ নামে একটি সংগঠনের সঙ্গে যুক্ত। তা কেন মারধর করলেন এই অনিল দাসকে? এই প্রশ্ন শুনে অভিযুক্ত তৃণমূল নেত্রী বেবি কোলে জানিয়েছেন, কয়েকজন মহিলা ভীমদাকে ৫০ হাজার টাকা দিয়েছিল। সেই টাকা ফেরত চাইতে গেলে উল্টে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে খারাপ কথা বলেন। এমনকী ওই মহিলাদের ধরে টানাটানি করেন। মুখ্যমন্ত্রীর দিঘা ধামে নিয়ে যাওয়ার কু-ইঙ্গিত দেন। আর এসব শুনেই রাগ সপ্তমে ওঠে বেবির। কাণ্ডজ্ঞান হারিয়ে রাস্তাতেই ফেলে এই অনাচারের প্রতিশোধ নিয়েছেন তিনি।

এই ঘটনার তীব্র নিন্দা করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। খড়্গপুরের তৃণমূল নেতা প্রদীপ দাস এই ঘটনায় অভিযুক্তের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন। মার খেয়ে আহত বাম নেতা অনিল দাস ঘটনার পরে খড়্গপুর টাউন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অন্যদিকে অনিলবাবুর দাবি, কয়েকদিন আগে খরিদা এলাকায় তাঁর বাড়ির পাশের এক মহিলার বাড়ির দেওয়াল ভেঙে এবং শৌচাগার বন্ধ করে অত্যাচার চালাচ্ছিলেন বেবি কোলে। এর প্রতিবাদ জানিয়ে ওই মহিলাকে সঙ্গে নিয়ে খড়্গপুর টাউন থানায় যান অনিল দাস। সেখানে বেবি কোলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন দুর্গা সাহু নামে ওই মহিলা। অনিল দাসের অভিযোগ, সেই ঘটনার প্রতিশোধ নিতেই বেবি কোলে তাঁর উপর চড়াও হন।

সর্বশেষ - মালদা

আপনার জন্য নির্বাচিত

শিবপ্রসাদ মুখোপাধ্যায়-নন্দিতা রায় পরিচালিত ‘রক্তবীজ ২’এ কাঞ্চনপত্নী শ্রীময়ী

SSC দুর্নীতিতে অভিযুক্ত পরেশ অধিকারীকে দেওয়া হলো রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের পদ ! সরকারের মনোভাব নিয়ে প্রশ্ন বিরোধী পক্ষের।

SSC দুর্নীতিতে অভিযুক্ত পরেশ অধিকারীকে দেওয়া হলো রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের পদ ! সরকারের মনোভাব নিয়ে প্রশ্ন বিরোধী পক্ষের।

পূর্ব বর্ধমানের মেমারি থানার পারিজাতনগরে উদ্ধার একচল্লিশটি সাপ

মালদার রেশম শিল্পকে চাঙ্গা করতে কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল রেশম কৃষি মেলা

শিলিগুড়ি মহাকুমার ভারত নেপাল সীমান্তের পানিট্যাংকি এলাকা থেকে গ্রেফতার এক বাংলাদেশী যুবক

মালদহে আদিবাসী নাবালিকা ধর্ষণকাণ্ডে ১০ দিনের মধ্যে চার্জশিট দিতে পুলিশকে নির্দেশ মন্ত্রী বীরবাহার

আন্তর্জাতিক মানবিক সংস্থা সেন্ট জন অ্যাম্বুলেন্সের মালদা জেলার বার্ষিক সাধারণ সভা

মাধ্যমিকের আগে তারস্বরে মাইক বাজিয়ে রক্তদান শিবির, মাইক খুললেন বিধায়ক!

৭৩২ গ্রাম ব্রাউন সুগার সহ দুই মহিলা ও এক পুরুষ আটক মালদা শহরের রথবাড়ি থেকে

‘বাংলার বাড়ি প্রকল্প’ – একটি প্রতিবেদন