Tuesday , 22 April 2025 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর দাহ করা হয় কি?পোপের শেষকৃত্য ও সমাধিস্থ করার প্রক্রিয়া

প্রতিবেদক
kartik pal
April 22, 2025 2:22 pm

Newsbazar24 ;রোমান ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্ম গুরু পোপ ফ্রান্সিস ৮৮ বছর বয়সে দেহ রাখলেন। দিন ধরে তিনি বার্ধক্য জনিত নানা অসুখে ভুগছিলেন। ভ্যাটিকানের পক্ষ থেকে তার মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
বিবিসি সূত্রে জানা গিয়েছে, ভ্যাটিকান জানিয়েছে, সোমবার (২১ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৭ টা ৩৫ মিনিটে ভ্যাটিকানের কাসা সান্তা মার্টায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে বিশ্বজুড়ে প্রায় ১৪০ কোটি ক্যাথলিক অনুসারীর মধ্যে গভীর শোকের ছায়ানেমেমে এসেছে।
পোপ ফ্রান্সিস হিসেবে পরিচিত হলেও তাঁর আসল নাম ছিল জর্জ মারিও বার্গোগ্লিও। ১৯৩৬ সালের ১৭ ডিসেম্বর আর্জেন্টিনার বুয়েনস আয়ার্সে তাঁর জন্ম। ২০০১ সালে কার্ডিনাল হওয়ার পর ২০১৩ সালের মার্চে, পোপ ষোড়শ বেনেডিক্টের এক বিরল পদত্যাগের পর, তিনি ক্যাথলিক চার্চের নেতৃত্বের জন্য নির্বাচিত হন। ৭৪১ খ্রিস্টাব্দে সিরিয়ায় জন্ম নেওয়া তৃতীয় গ্রেগরির মৃত্যুর পর তিনিই ছিলেন রোমের প্রথম অ-ইউরোপিয় বিশপ। সেন্ট পিটারের সিংহাসনে বসা প্রথম জেসুইটও ছিলেন তিনি। প্রায় ১২ বছর ধরে তিনি রোমান ক্যাথলিক চার্চের আধ্যাত্মিক নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। ক্যাথলিক চার্চের পোপ হওয়ার পর তিনি অনেক কিছুই প্রথমবার করলেও সংস্কার কার্যক্রম কখনও বন্ধ করেননি। পুরনোকে আঁকড়ে ধরা ঐহিত্যবাদীদের মাঝেও তিনি তাঁর সংস্কারপন্থী মনোভাব সত্ত্বেও সমানভাবে জনপ্রিয় ছিলেন।
মৃত্যুর পর বেশকিছু নিয়ম-নীতি মেনে পোপেরও শেষকৃত্য সম্পন্ন হয়। ঐতিহ্যগতভাবে পোপের শেষকৃত্যের প্রক্রিয়াটি বেশ জটিল। তবে মারা যাওয়ার বেশ কিছুদিন আগে পোপ ফ্রান্সিস তাঁর শেষকৃত্যের প্রক্রিয়াটি সহজ ও সংক্ষিপ্ত করার পরিকল্পনায় অনুমোদন দিয়ে গেছেন, যা পূর্বসূরিদের থেকে ভিন্ন।
এর আগে যত পোপ মারা গেছেন, তাঁদের সাধারণত সাইপ্রেস কাঠ, ওক কাঠ এবং সীসা দিয়ে তৈরি কফিনে সমাহিত করা হতো। পোপ ফ্রান্সিস সেখানে দস্তা দিয়ে আবৃত একটি সাধারণ কাঠের কফিন বেছে নিয়েছেন।
ঐতিহ্য অনুযায়ী সমাহিত করার আগে সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য পোপের দেহ এতদিন সেন্ট পিটার্স ব্যাসিলিকায় একটি উঁচু প্ল্যাটফর্ম, যা ক্যাটাফাল্ক নামে পরিচিত, সেখানে রাখা হতো। সেই ঐতিহ্য ভেঙে পোপ ফ্রান্সিস নিজের মরদেহ কফিনের ভেতরে রেখে ঢাকনা খুলে রাখতে বলে গেছেন, যাতে শোকাহত ব্যক্তিরা সহজে শ্রদ্ধা জানাতে পারেন।
পোপদেরকে সাধারণত ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় সমাধিস্থ করা হয়। তবে এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে ফ্রান্সিসই হতে যাচ্ছেন প্রথম কোনো পোপ, যাঁকে ভ্যাটিকানের বাইরে সমাহিত করা হবে। পোপ ফ্রান্সিসের নির্দেশনা অনুযায়ী তাঁকে রোমের অন্যতম প্রধান ব্যাসিলিকা সেন্ট মারি মেজরে সমাহিত করা হবে। ব্যাসিলিকা হলো এমন একটি গির্জা, যেটিকে বিশেষ তাৎপর্যপূর্ণ স্থান হিসেবে স্বীকৃতি দিয়েছে ভ্যাটিকান এবং মেজর ব্যাসিলিকার সঙ্গে পোপের একটি বিশেষ সংযোগ থাকে।,

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কৃষি ও ফুল বাগান

আপনার জন্য নির্বাচিত

চুরি হয়ে যাওয়া মোবাইল উদ্ধারে বড়ো সাফল্য মালদা জেলা পুলিশের ! মালিকের হতে তুলে দেওয়া হলো মোবাইল।

আপনার ভাগ্য ফেরাতে পারে এক টুকরো ‘ফিটকিরি’

পুজোয় এই প্রথম ২৪ ঘণ্টা প্রেক্ষাগৃহ খোলা রাখার ভাবনা, উদ্যোগ নবীনার

সারা বছর টমেটো খান – শরীর রাখুন কলেস্টেরল মুক্ত

কেন সন্ধি পূজায় ১০৮ লাল পদ্ম উত্‍সর্গ করা হয় দুর্গার পায়ে। জ্বলে ওঠে ১০৮ প্রদীপ ?

গাড়িতে বা বাইকে তেল ভরতে গিয়ে কিভাবে প্রতারিত হচ্ছেন, জানতে পড়ুন

North 24 Pargana news:ব্যারাকপুর মোহনপুরে ফুটবল কোচিং ক্যাম্পের উদ্বোধনে হাজির একঝাঁক ফুটবল তারকা

কোচবিহারের মাথাভাঙ্গায় সিপিএমের নির্বাচনী মিছিলে হামলাকে কেন্দ্র করে রণক্ষেত্র , অভিযুক্ত তৃণমূল।।

চাঁচল নেতাজি মোড়ে স্থানীয় মহিলাদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েগেলো পৌষালি মেলা

পরপর দুইদিন পূর্ব মেদিনীপুরের ময়নায় বিপুল পরিমানে বোমা উদ্ধার,এলাকায় ব‍্যাপক আতঙ্ক।