news bazar24:
সাধারণ মানুষের জন্য সুখবর।তাও আবার পুজোয়। নতুন পদক্ষেপ নিতে উদ্যোগী নবীনা সিনেমা কর্তৃপক্ষ। এর আগে যা কখনো ঘটেনি, একপ্রকার অন্যরকম পরিকল্পনায় মেতেছেন নবীনা সিনেমা।
জানা গেছে দুর্গা পুজোতেও ২৪ ঘন্টা সিনেমা হল খোলা রাখবেন তাঁরা। এর আগে অবশ্য ৯০ এর দশকে এমনটি হতো যখন শিবরাত্রির দিন মাঝ রাতেও দর্শক ছবি দেখতে আসতো। আবারো হয়তো সেই ফিরতে চলেছে সেই ছবি। সদ্য মুক্তি পেয়েছে শাহরুখ খানের জওয়ান সিনেমা। ইতিমধ্যেই প্রতিটি সিনেমা হলেই হাউসফুল বোর্ড ঝুলে গিয়েছে।
এবছর পূজোয় আরো বেশ কিছু ছবি একে অপরকে টেক্কা দিতে প্রস্তুত যেমন একদিকে দেব অভিনীত বাঘাযতীন, অপরদিকে শ্রীজিত মুখোপাধ্যায়ের দশম অবতার, শিবপ্রসাদ নন্দিতা রায়ের রক্তবীজ, তেমনই অরিন্দম শীল পরিচালিত জঙ্গলে মিতিন মাসি। বাঙালি তার শ্রেষ্ঠ দুর্গাপুজোয় একগুচ্ছ ছবি উপহার পেতে চলেছে। নবীন চৌহানি যিনি নবীনা সিনেমার কর্নধার তিনি জানিয়েছেন অত্যন্ত উচ্ছ্বসিত দর্শকের প্রতিক্রিয়ায়।
প্রথম দিনের প্রথম শো হাউসফুল। আগামী দিনেও তাঁরা দর্শকের এহেন উচ্ছ্বাসে যথেষ্ট আশাবাদী। পুজোতে শুধুমাত্র কলকাতার মানুষ নয় কলকাতায় বহু মানুষ আসেন এবং অনেকেই সিনেমা দেখা পছন্দ করেন। তাই ভোর কিংবা মধ্যরাতে যদি সিনেমা হল খোলা থাকে আশা করা যায় হাউসফুল হবে। তাই তাঁরা তার জন্য সমস্ত রকম পরিকল্পনা শুরু করেছেন।