Share on whatsapp
Share on twitter
Share on facebook
Share on email
Share on telegram
Share on linkedin

পুকুর নয়, টবেই করে নিন পদ্মের চাষ ! জানুন বিস্তারিত

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin

news bazar24: আজকাল মানুষের শখ বা আগ্রহ বাড়ছে ছাদ বাগানের। নিজের  ছাদ বাগানকে সুন্দর গাছ দিয়ে সাজাতে চান সকলেই। কিন্তু  বাগানে প্রায় সব গাছ থাকা সত্ত্বেও কিছু যেন একটা ফাঁকা ফাঁকা লাগে  ! তাই এই ফাঁকা দূর করতে আর দেরি না করে লাগিয়ে ফেলুন জলের পদ্ম ! হ্যাঁ, আপনি খুব অনায়াসে পদ্মের চাষ করতে পারেন আপনার ছাদ বাগানে |পুজা অনুষ্ঠান এ তো কাজে লাগবেই তাছাড়া সুন্দর শান্ত মনোরম পরিবেশের যেমন সৃষ্টি হবে তেমন বাড়বে আপনার বাগানের সৌন্দর্য | তাই বাড়িতে শুরু করে দিন পদ্মফুল। শুনে অবাক হচ্ছেন পুকুর ছাড়া পদ্ম ফুল চাষ হবে কি করে? হ্যাঁ সম্ভব পদ্ম ফুল আপনার ছাদে।একটু চেষ্টা করলেই হবে…

তবে জেনে নিন, পদ্ধতিগুলো  বীজ বা চারা সংগ্রহ:

অনেকেই পদ্মের বীজ সংগ্রহ করেন | তবে, গুচ্ছমূল যুক্ত রাইজোম বা টিউবার আছে এমন চারা সংগ্রহ করবেন | এতে, সহজে বংশবিস্তার হয়ে থাকে | আর আপনি যদি বীজ সংগ্রহ করে থাকেন তবে সেটি অল্প ফাটিয়ে নিন কারণ পদ্মের বীজ খোল একটু শক্ত হয় |

টবের আকার:

পদ্ম চাষের জন্য ১৪-১৬ ইঞ্চি টবের প্রয়োজন | বা আপনি ড্রাম ও ছাদ চৌবাচ্চার ব্যবহার করতে পারেন | মাথায় রাখতে হবে যেন টব বা ড্রামে ফুটো না থাকে | যাতে জল আবদ্ধ থাকতে পারে, বেরিয়ে না যায় |

মাটি (Soil):

দুই পদ্ধতিতে পদ্মের মাটি তৈরী করা যায় | প্রথমত, পুকুরের পাঁক বা নদীর মাটি ব্যবহার করতে পারেন | সরাসরি পুকুরের পাঁক নেওয়া খুবই উত্তম | দ্বিতীয় পদ্ধতি হলো, ২ ভাগ বাগানের দোআঁশ মাটি, ১ ভাগ গোবর সার , ১ ভাগ পাতা পচা সার ও ৫০ গ্রাম শুকনো পাতা, আধা চামচ ইউরিয়া, আধা চামচ পটাস এবং আধা চামচ ফসফেট মিশিয়ে মাটি তৈরী করে নিতে হবে | মাটি তৈরির সময় মাথায় রাখতে হবে, পুরো টব ভর্তি করে মাটি দেওয়া যাবেনা | প্রায় ২০-৩০ সেন্টিমিটার গভীর একটা গর্ত রাখতে হয় যেখানে জল থাকবে , তাতে ফলন ভালো হয় |

রোপণ:

মাটির ওপরে টিউবার পুঁতে দিতে হবে এবং পাশ থেকে মাটি দিয়ে চেপে দিতে হবে | এবার চারা বসিয়ে টবে জল ভর্তি করে দিতে হবে | মাথায় রাখতে হবে, যেন কখনোই জল কম না থাকে |

রোগবালাই ও দমন – 

 পদ্ম গাছের পাতায় বাদামি রঙের এক দাগ দেখা যায় | এই দাগ দেখা দিলে, ম্যাংকোজেব -এম -৪৫ ২.৫ লিটার প্রতি জলে গুলে ভালো করে স্প্রে করতে হবে | প্রতি ১৫ দিন অন্তর স্প্রে করতে হবে |এছাড়াও, এই গাছে  শুয়োপোকা বা ল্যাদা পোকার আক্রমণ দেখা যায় | এই পোকা গাছের পাতা কেটে দেয় | এই পোকার হাত থেকে রক্ষা পেতে এন্ডোসালফার প্রতি লিটার জলে গুলে গাছে স্প্রে করতে হবে | এন্ডোসালফার ২মিলি  নিতে হবে পরিমানে | এছাড়াও , সাদা পোকা ও যাব পোকার আক্রমণ হয় | এই পোকাগুলির দমনে ডাইমিথয়েট ২ মিলি প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে |

 

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin