news bazar24: পার্লারে রূপচর্চায় শ্যাম্পু করতে গিয়ে মৃত্যু হলো এক মহিলার । ভুল পদ্ধতিতে শ্যাম্পু করতে গিয়ে স্ট্রোক থেকে মহিলার মৃত্যু হয়েছে বলে অনুমান । ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের এক পার্লারে। চিকিৎসকরা একে বিউটি পার্লার স্ট্রোক সিনড্রোম (Beauty Parlour Stroke Syndrome) বলেছেন। এই ঘটনা সামনে আসার পর আতঙ্কিত হয়ে পরেছেন পার্লার কর্মীরা ।
শ্যাম্পু করাতে গিয়ে স্ট্রোকের ঘটনা অবাক শোনালেও এই প্রথম এমন হল, তা কিন্তু নয়। ১৯৯৩ সালে বিউটি পার্লার স্ট্রোক সিনড্রোমটি আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের জার্নালে সম্ভবত প্রথম সামনে আসে। সেই সময় বিশ্ববিখ্যাত সংবাদপত্র The Guardian আগেও এমনই একটা খবর প্রকাশ করেছিল। সেখানে জানানো আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের এক ডাক্তার জানিয়েছিলেন, বিউটি পার্লারে চুলে শ্যাম্পু করার সময় পাঁচজন মহিলা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাঁদের দেহ অসাড় হতে শুরু করে। মাথা ঘোরা,ভারসাম্য হারানো এবং মুখ অসাড় হয়ে যায়। পাঁচজনের মধ্যে চারজন স্ট্রোকের শিকার হয়েছিলেন।
সংবাদমাধ্যমে প্রকাশ, ওই মহিলার চুলে শ্যাম্পু করার সময় তাঁর ঘাড়ের কোনও স্পর্শকাতর জায়গায় পার্লার কর্মীর আঙুলের চাপ পড়ে। যার ফলে স্ট্রোক হয়।
সেকেন্দ্রাবাদের কনসালট্যান্ট নিউরোলজিস্ট ডঃ প্রবীণ কুমার ইয়াদা, সংবাদমাধ্যমকে জানান, ঘাড়ে বা মাথায় মালিশ করার সময় অসাবধানতা বশত এটা হতে পারে। এতে স্ট্রোক হতে পারে সেজন্য কেউ সারাজীবনের মতো পঙ্গু হয়ে যেতে পারেন আবার মৃত্যুও অসম্ভব নয়। তাই পার্লার কর্মীদের অনেক অভিজ্ঞতা সঞ্চয় করার পরই এই ধরনের কাজ করা উচিত।